লক্ষ্মীপুজোয় থিমের সঙ্গে সাবেকিয়ানার লড়াই, উৎসবের আমেজ খালনা গ্রামে
বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ, সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। দুর্গাপুজোর শেষে নতুন করে উৎসবের আমেজ আমতা ২ ব্লকের খালনা গ্রামে। থিম আর সাবেকিয়ানার লড়াইয়ে এখন জমজমাট এই গ্রাম। এখানকার মণ্ডপসজ্জার পাশাপাশি চোখধাঁধানো আলোকসজ্জা দেখতে হাওড়া জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও প্রচুর মানুষ ভিড় জমায়। এবার কলকাতার রবীন্দ্রসদন থেকে বালাজি মন্দির, পুরুলিয়ার বাঘমুণ্ডি উডেন ডল সেন্টার থেকে অপারেশন সিঁদুর সবকিছুই থাকছে এখানে।
খালনা মিতালি সঙ্ঘ এবার তাঁদের মণ্ডপ রবীন্দ্রসদনের আদলে তৈরি করেছে। এদিকে, খালনা আমরা সবাই তিরুপতির বালাজি মন্দিরের আদলে তাদের মণ্ডপ তৈরি করেছে। পাশাপাশি প্রতিমাতেও বৈচিত্র্য রেখেছে। খালনা আনন্দময়ী তরুণ সঙ্ঘের এবারের ভাবনা ‘অতিথি দেব ভব’। এখানে হরিদ্বারের গঙ্গা আরতির পাশাপাশি সমুদ্র মন্থনের দৃশ্য তৈরি করা হয়েছে। খালনা কৃষ্ণরায়তলা পুজো কমিটির এবারের ভাবনা ছত্রাক। মূলত ছত্রাক সর্ম্পকে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। কালীমাতা তরুণ সঙ্ঘ এবার পুরুলিয়ার উডেন ডল সেন্টারকে তাদের থিম করেছে। মণ্ডপে ৩০ রকমের মাটির পুতুল থাকছে। পাশাপাশি মাটির হাঁড়ি, মাটির ঘন্টা, কুলো, চুবড়ি দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। খালনা কোহিনুর ক্লাবের এবারের থিম অপারেশন সিঁদুর। মণ্ডপে দুই মহিলা কমান্ডার সহ মিসাইল সমৃদ্ধ যুদ্ধবিমানের মডেল রাখা থাকছে।
অন্যদিকে, খালনায় লক্ষ্মীপুজোয় দর্শনার্থীদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, ইতিমধ্যে পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করা হয়েছে। পর্যাপ্ত আলো, পানীয় জলের ব্যাবস্থা করা হয়েছে। সেই সঙ্গে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। নিজস্ব চিত্র