• কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
    বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: নিজের চায়ের দোকানে কাজ করার সময় এলাকায় লোডশেডিং করে দিয়ে এক ব্যাক্তিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আক্রান্তের নাম সেলিম খাঁ। তাঁর বাম কাঁধে গুলি লেগেছে। রবিবার রাতে কুলতলির জালাবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েত এলাকার বৃন্দাবনের খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, দুষ্কৃতীরা পালিয়ে যাওযার সময় বোমাবাজি করে। এর ফলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। সেলিম খাঁ তাঁদের দলের সক্রিয় কর্মী বলেই দাবি করেছেন জালাবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান অসীম হালদার। কুলতলি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেলিম খাঁর আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করে কুলতলি জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কলকাতার একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চায়েত প্রধান অসীম হালদার বলেন, ‘কারা এই কাজ করল, পুলিশ দেখুক। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে।’
  • Link to this news (বর্তমান)