কম ভাড়া দিয়ে টিকিট নিচ্ছেন না যাত্রীরা, বাসে নোটিশ মালিকদের
বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরে বাস ভাড়া নিয়ে কন্ডাক্টর আর যাত্রীদের বচসা নিত্যদিনের ঘটনা। এক্ষেত্রে যাত্রীদের মোক্ষম অস্ত্র হল, ভাড়ার তালিকা দেখান! কারণ, ভাড়ার তালিকা কন্ডাক্টরদের কাছে নেই। যাত্রীদের অভিযোগ, নিজেদের ইচ্ছা মতো বেশি ভাড়া নেন কন্ডাক্টররা। এবার এক নতুন সমস্যা দেখা দিয়েছে। এবার নাকি যাত্রীরা দু’চার টাকা কম ভাড়া দিচ্ছেন, পাশাপাশি টিকিটও নিচ্ছেন না। এর ফলে দিনের শেষে বাস মালিকরা টিকিটের হিসেব করে দেখছেন, বিস্তর গরমিল। কারণ খবর আসছে, বাসে কিন্তু ভিড় ভালোই হচ্ছে। তাহলে কি কন্ডাক্টর ভাড়া কাটছেন না? সমস্যা কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গিয়েছে, বেশিরভাগ যাত্রীই দু’চার টাকা কম ভাড়া দিয়ে আর টিকিট নিচ্ছেন না। তাই নড়েচড়ে বসেছেন কদমতলা থেকে শিয়ালদহের মধ্যে চলাচলকারী ২১ ও ২১/১ নম্বর বাসরুটের মালিকরা। তাঁরা রুটের কয়েকটি বাসের ভিতরে নোটিশ টাঙিয়ে দিয়েছেন। আবেদন একটাই, আপনারা দয়া করে সঠিক ভাড়া দিয়ে টিকিট নিন।
নোটিশে লেখা রয়েছে, কন্ডাক্টরের কাছ থেকে টিকিট সংগ্রহ না করলে কারও কিছু মালপত্র হারিয়ে গেলে আমরা খুঁজে দিতে পারব না। দুর্ঘটনায় পড়লে বিমাও পাবেন না। আরও বলা হয়েছে, সঠিক টিকিট সংগ্রহ না করলে বাস পরিষেবা বন্ধ হয়ে যাবে। ঠিক কী সমস্যায় পড়লেন বাস মালিকরা? ২১ ও ২১/১ বাস রুটের মালিকদের সংগঠনের সম্পাদক জীবন নস্কর বলছিলেন, খুবই সমস্যায় পড়েছি আমরা। দিনের শেষে হিসেব করে দেখছি, টিকিটের সঙ্গে টাকা মিলছে না। বুঝতেও পারছিও না, কত লোক বাসে উঠছেন, কত লোক ভাড়া কাটছেন। আমরা তো টিকিট গুনেই দিনের শেষে হিসেব করতে বসি। সব হিসেব ওলোট-পালোট হয়ে যাচ্ছে। তাছাড়া কারওর যদি কিছু হারিয়ে যায়, আমরা তো বাসের নম্বরও বুঝতে পারছি না। তাই বাধ্য হয়েই রুটের কয়েকটি বাসে নোটিশ টাঙানো হয়েছে। তাতে কি সমস্যা মিটেছে? বাস মালিকদের বক্তব্য, সকলেই যে শুনছেন, এমনটা নয়। সমস্যা এখনও রয়েছে। আগে যত যাত্রী উঠছিলেন, তার মধ্যে প্রায় ২০ শতাংশ যাত্রী টিকিট নিচ্ছিলেন না। এবার তা কিছুটা কমে ১০ শতাংশ হয়েছে বলা যায়।
কিন্তু টিকিট না নিলেও বিকল্প তো রয়েইছে। বাস কন্ডাক্টররা তো টিকিট ফেলেও দিতে পারেন। সেটা তাঁরা করছেন না কেন? মালিকদের বক্তব্য, সেটাই করছেন। কিন্তু মাঝেমধ্যে তো ওঁরাও ভুলে যান।