মহালয়া থেকে দশমী, ট্রাফিক আইনে জরিমানা প্রায় ৫০ লক্ষ
বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পুজোর সময় ট্রাফিক সচল রাখতে আগে থেকেই উদ্যোগী হয়েছিল বিধাননগর কমিশনারেট। মহালয়া থেকে দশমী পর্যন্ত বেপরোয়া গতি, সিগন্যাল না মানা, নো-পার্কিং, হেলমেট না পরে বাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সহ বিভিন্ন ট্রাফিক আইনে প্রায় ৫০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। প্রায় ৬ হাজার গাড়ি, বাস, ট্যাক্সি ও বাইকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা (প্রসিকিউশন) নেওয়া হয়েছে। বিকট শব্দে যারা রোমিও সেজে ভ্রমণ করছিল, ওই ধরনের ৯৫ জনের মডিফায়েড সাইলেন্সারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, মহালয়ার দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে দশমী ২ অক্টোবর পর্যন্ত ১২ দিন গোটা কমিশনারেট জুড়ে স্পেশাল অভিযান চালানো হয়েছে। ভারী যানবাহন, বাস, প্রাইভেট কার, বাইক, অটো এবং ট্যাক্সি মিলিয়ে মোট ৫ হাজার ৯৫৮টি প্রসিকিউশন করা হয়েছে। ভারী যানবাহনের বিরুদ্ধে ২৪৯টি, বাসের বিরুদ্ধে ৮২৪টি, প্রাইভেট কারের বিরুদ্ধে ১১১৯টি, বাইকের বিরুদ্ধে ৩০৫৪টি, অটোর বিরুদ্ধে ৩৪টি এবং ট্যাক্সির বিরুদ্ধে ৬৭৭টি প্রসিকিউশন করা হয়েছে। সব মিলিয়ে মোট ফাইন তথা জরিমানা ধার্য করা হয়েছে, ৪৯ লক্ষ ২ হাজার ৫০০ টাকা।
ট্রাফিক আইনে যে প্রসিকিউশন হয়েছে, তার মধ্যে সিগন্যাল ভাঙার জন্য ৮২৪ জনের বিরুদ্ধে, নো-পার্কিংয়ে ১৯০৮ জন, বাইকে ট্রিপল রাইডিংয়ের জন্য ৭৫ জন, হেলমেট না পরে বাইক চালানোর জন্য ১৪০৩ জন, বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি ও বাইক চালানোর জন্য ৪৮ জন, বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ৬৫ জন, সময়সীমা লঙ্ঘন করে গাড়ি চালানোর জন্য ১৪০ জন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য ২১৬৩ জন, স্পট লাইন পার করার জন্য ৩৬৮ জন সহ রেডিও প্লেয়িং এবং অবস্ট্রাকশনের জন্য আরও ৬৩ এবং ৪২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও, মদ্যপ অবস্থায় গাড়ি-বাইক চালানোর জন্য ২২০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মহালয়া থেকে দশমী পর্যন্ত এই ১২ দিনে সবচেয়ে বেশি প্রসিকিউশন এবং জরিমানা ধার্য করা হয়েছে প্রতিপদের দিন। ৮২০ জনের বিরুদ্ধে প্রসিকিউশন করা হয়েছে। জরিমানা ধার্য করা হয়েছে ৬ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে মহালয়ার দিন। এদিন ৮১৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশন হয়েছে। জরিমানার পরিমাণ ৬ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা। সবচেয়ে কম হয়েছে দশমীর দিন। এদিন ২১১ জনের বিরুদ্ধে প্রসিকিউশন হয়েছে। জরিমানা ধার্য করা হয়েছে, ২ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা।