• Live: কুলতলিতে তৃণমূল কর্মীকে গুলি, দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারির দাবি
    এই সময় | ০৬ অক্টোবর ২০২৫
  • দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। রবিবার সন্ধ্যায় কুলতলি থানা এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধের নাম সেলিম খান। এই ঘটনায় দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারির দাবি পরিবারের।

    বিহারে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে সোমবার বিকেল ৪টেয়, নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই।

    মাউন্ট এভারেস্টে ভয়াবহ তুষারঝড়। এর জেরে আটকে পড়েছেন প্রায় ১০০০ পর্বতারোহী। শুরু হয়েছে উদ্ধার কাজ। তবে তুষারঝড়ে বার বার উদ্ধার কাজেও সমস্যা। তিব্বতের পূর্ব ঢালে মাউন্ট এভারেস্টের ক্যাম্পসাইটগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    দুর্যোগের পরিস্থিতি উত্তরবঙ্গে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে বন্ধ করা হয় বন্ধ করা হলো হাতি সাফারি। শুধু সাফারি নয়, সেখানে পর্যটন সংক্রান্ত সমস্ত পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটক ও কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে।

    সোমবার ভোরে অগ্নিকাণ্ড রাজস্থানের জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালে। এ দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে এবং সেই আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত আরও অনেকে। 

    টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। অত্যন্ত ক্ষতিগ্রস্ত মিরিক। সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবারও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃ্ষ্টি কমবে সেখানে। 

  • Link to this news (এই সময়)