''পাঁচ হাজারে দিবি?" তরুণীর হাত চেপে ধরে যেইটা করল ব্যক্তি, শুনলে রোম খাড়া হয়ে যাবে!...
আজকাল | ০৬ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগ্রায় এক তরুণীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা এবং বন্দুক দেখিয়ে ভয় দেখানোর একটি ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। উত্তরপ্রদেশের আগ্রায় ঘটে যাওয়া এই ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক ভাস্কর-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তের নাম শ্যামবীর সিং, যিনি মথুরার বলদেব এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, তিনি ওই তরুণীকে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে গাড়িতে ওঠার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করেন। কিন্তু তরুণী তা প্রত্যাখ্যান করলে তিনি হঠাৎ রগে ফেটে পড়েন এবং জোর করে তাঁকে গাড়িতে তুলতে যান। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে অভিযুক্ত পালিয়ে যায়।
২২ বছর বয়সী ওই তরুণী জগদীশপুর এলাকার বাসিন্দা। তিনি শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্ধুবান্ধবদের সঙ্গে কারগিল স্কোয়ারের কাছে ঘুরতে গিয়েছিলেন। মুন লাইট হোটেলের সামনে স্কুটার থামিয়ে জল খাওয়ার সময় একটি গাড়িতে থাকা দুই ব্যক্তি তাঁর কাছে আসে। প্রথমে তাঁরা টাকা দিয়ে গাড়িতে ওঠার প্রস্তাব দেয়, কিন্তু তিনি সেটি উপেক্ষা করেন। পরে আবার একই প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে সাড়া দেননি।
এরপর এক ব্যক্তি গাড়ি থেকে নেমে এসে বলেন, “আমি তোমাকেই বলছি।” তরুণী সাহস করে জিজ্ঞাসা করেন, “এটা কেমন অসভ্যতা?” তখনই দুই ব্যক্তি তাঁর হাত চেপে ধরে জোর করে গাড়িতে তুলতে চেষ্টা করে। তরুণী প্রাণপণ লড়াই করে, লাথি মারে এবং জোরে চিৎকার করতে থাকে। তাঁর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসে।
জনতা জড়ো হতে দেখে অভিযুক্ত ব্যক্তি নিজের লাইসেন্স পিস্তল বের করে তরুণীকে হুমকি দেয়। এক ব্যক্তি এগিয়ে এলে বন্দুক তাক করে তাঁকেও ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু তরুণী আরও জোরে চিৎকার করতে থাকেন যাতে আরও মানুষ জড়ো হয়। সেই বিশৃঙ্খলার মধ্যেই তিনি কৌশলে অভিযুক্তের গাড়ির চাবি কেড়ে নেন। তবুও বন্দুক দেখিয়ে অভিযুক্ত তাঁকে আতঙ্কিত করতে চায়, পরে জনতার চাপ দেখে পালিয়ে যায়। পালানোর সময় তিনি গাড়ি দিয়ে তরুণীকে ধাক্কা দেওয়ারও চেষ্টা করেন।
ঘটনার দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একটিতে দেখা যায় তরুণী এক দর্শককে বলছেন, “এই লোকটি আমাকে বন্দুক দেখিয়ে হুমকি দিচ্ছে, বলেছে, পাঁচ হাজার টাকায় আমার সঙ্গে যাবে কি না।” দ্বিতীয় ভিডিওতে দেখা যায় অভিযুক্ত তরুণীর হাত ধরে আছে, আর তিনি জোরে চিৎকার করছেন। এক ব্যক্তি তখন বলেন, “হাত মৎ লাগা, দূর হট, দূর সে বাত কর (হাত দিও না, দূরে থাক, দূর থেকে কথা বলো)।”
ঘটনার পর তরুণী শিকান্দরা থানায় অভিযোগ দায়ের করেন। আগ্রা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শ্যামবীর সিংকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর লাইসেন্স বন্দুক এবং গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আগ্রার পুলিশ উপকমিশনার (ডিসিপি) সোনম কুমার জানান, অভিযুক্তের বন্দুকের লাইসেন্স বাতিলের জন্য শীঘ্রই চিঠি পাঠানো হবে। পুলিশ অভিযুক্তের সহযোগীকেও খুঁজে বের করার চেষ্টা করছে।
এই ঘটনাটি উত্তরপ্রদেশে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় নাগরিকেরা অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনের কাছ থেকে নারীদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।