আজ কোজাগরী লক্ষ্মীপুজো। দুই দিন আগে থেকেই কেনাকাটা শুরু করেছেন আমজনতা। তবে পুজোর আয়োজন করতে গিয়ে নাভিশ্বাস উঠছে তাঁদের। প্রতিমা, ফল, ফুল, সবজি সহ সবকিছুরই দাম মহার্ঘ।
রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই কারণে ফল, সবজি সহ বিভিন্ন জিনিসের দাম অনেক বেশি। পাশাপাশি দাম বেড়েছে প্রতিমারও। এক ফুটের কম উচ্চতার লক্ষ্মী প্রতিমার দাম কুমারটুলিতে ৬০০–৭০০ টাকা। ৩–৪ ফুট উচ্চতার প্রতিমার দাম ৫–৭ হাজার টাকা । তবে শুধুমাত্র উচ্চতা নয়, সাজের উপরও নির্ভর করছে দাম। ৩–৪ ফুটের উচ্চতার অনেক প্রতিমা আবার ১৫ হাজার টাকাতেও বিক্রি হচ্ছে। সরার লক্ষ্মী বিকোচ্ছে ২৫০-৪০০ টাকায়।
কলকাতার বিভিন্ন বাজারে আপেলের দাম প্রতি কেজিতে ২০০–২৫০ টাকা। আতা বিক্রি হচ্ছে ১৫০–১৮০ টাকায়। ছোটো আখের টুকরোর দাম ২০ টাকা। পেয়ারা বিক্রি হচ্ছে ১০০–১২০ টাকায়। ডালিমের কেজি প্রতি দাম ২০০–২৫০ টাকা। শশার দাম ৫০–৬০ টাকা। ন্যাসপাতি বিকোচ্ছে প্রতি কেজি ১৬০–২০০ টাকায়। ছোটো সাইজের নারকেলের দাম ৫০–৬০ টাকা। বড় নারকেল ৭০–১০০ টাকায় এক একটি পাওয়া যাচ্ছে। বাতাবি লেবুর দাম ৩০–৪০ টাকা। তরমুজের দাম কেজিতে ৬০–৮০ টাকা। আঙ্গুর এক কেজি ৩০০ টাকা।
ফলের মতোই আকাশছোঁয়া দাম সবজিরও। প্রতি কেজি পটলের দাম ৮০ টাকা। ঢেঁড়স বিকোচ্ছে ৮০ টাকায়। বেগুনের দাম ১০০–১২০ টাকা প্রতি কেজি। ঝিঙে ৭০–৮০ টাকায় বিকোচ্ছে। পেঁপে পাওয়া যাচ্ছে ৪০–৫০ টাকায়। মাঝারি মাপের লাউয়ের দাম ৩০–৪০ টাকা। টমেটো ৬০–৭০ টাকা প্রতি কেজি। মাঝারি মাপের এক একটি বাঁধাকপির দাম ৫০–৬০ টাকা। ছোটো ফুলকপি বিকোচ্ছে ৫০ টাকায়৷ বড় ফুলকপির দাম ৮০–৯০ টাকা। আকাশছোঁয়া দাম ফুলেরও। দোপাটি, গাদা, রজনী সহ সব ফুলেরই দাম বেশি। পাশাপাশি, প্যাকেটজাত নাড়ু, মুড়ি মুড়কি, সন্দেশ ইত্যাদি উপকরণের দামও বেশি।