• প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে রক্তাক্ত খগেন মুর্মু, শঙ্কর ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট
    এই সময় | ০৬ অক্টোবর ২০২৫
  • প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপির সাংসদ ও বিজেপি বিধায়ক। নাগরাকাটা বামনডাঙা এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রক্তাক্ত হন খগেন, শঙ্করের গাড়ির কাচ ভাঙা হয়।

    ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপেই প্লাবিত এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। আচমকাই সেই নিরাপত্তা বলয় ভেদ করে পিছন থেকে এসে একজন শঙ্করকে ধাক্কা মারেন বলে অভিযোগ। ছিটকে সামনের দিকে চলে যান তিনি। নিরাপত্তারক্ষীরা কোনও ক্রমে সাংসদকে সেখান থেকে নিয়ে বেরোনোর চেষ্টা করেন।

    প্রাণভয়ে কোনও ক্রমে শঙ্কর ঘোষ ও খগেন মুর্মু গাড়ির দিকে ছুটতে থাকেন। পিছনে হইচই করতে থাকেন একদল যুবক। অভিযোগ পিছন থেকে মারা হয় সাংসদকে।

    বিস্তারিত আসছে

  • Link to this news (এই সময়)