• উত্তরবঙ্গে নিখোঁজ ডায়মন্ড হারবারের যুবক, হিমাদ্রিকে খুঁজতে পরিবারের পাশে অভিষেক
    এই সময় | ০৬ অক্টোবর ২০২৫
  • কাজের জন্য উত্তরবঙ্গে গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ কামারপোলের বাসিন্দা বছর ২৬-এর হিমাদ্রি পুরকাইত। দার্জিলিংয়ের সোনাদায় একটি রিসর্টে কাজ করছিলেন তিনি। এ দিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনি-রবি সেখানে নাগাড়ে বৃষ্টি হয়। হিমাদ্রির পরিবারের সদস্যদের দাবি, শনিবার রাত ১০টায় শেষবার বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন হিমাদ্রি। এর পরে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। নিজের সংসদীয় এলাকার যুবকের নিখোঁজ হওয়ার খবর শোনার পরেই তাঁর বাড়িতে প্রতিনিধি পাঠান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতেই ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামিম আহমেদ দক্ষিণ কামারপোলে নিখোঁজ যুবকের বাড়িতে যান। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং হিমাদ্রিকে উদ্ধারে সমস্ত সহযোগিতার আশ্বাস দেন। 

    দলীয় সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নিখোঁজ যুবককে খুঁজে বার করার জন্য সব রকম চেষ্টা করছেন। জানা গিয়েছে, হিমাদ্রি পুরকাইত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।  বরাবর ভ্রমণ পিপাসু তিনি, দাবি পরিবারের সদস্যদের। গত সেপ্টেম্বর মাসে কলেজের পড়ার পাশাপাশি দার্জিলিংয়ের সোনাদায় একটি রিসর্টে কাজ করতে গিয়েছিলেন তিনি। 

    শনিবার রাতে উত্তরবঙ্গে দুর্যোগ চলাকালীন তিনি বাড়ির লোকজনের সঙ্গে শেষবারের মতো কথা বলেন। এর পর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না।

  • Link to this news (এই সময়)