• ‘কারও উপর যেন কোনও আঘাত না আসে...’, বিজেপি সাংসদের উপর হামলায় মুখ খুললেন মমতা
    এই সময় | ০৬ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবির পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তিনি। একই সঙ্গে রাজনীতি ভুলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এ দিন উত্তরবঙ্গ থেকে তাঁর সাফ বার্তা, ‘লোকাল এমপি, এমএলএ-রা আছেন---ভুলে যান রাজনীতি। ভুলে যান কে কোন রাজনৈতিক দল করেন। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে হবে।’ তার সঙ্গেই মুখ্যমন্ত্রীর বার্তা, ‘কেউ কোনও উত্তেজনায় পা দেবেন না। এমন কোনও ঘটনা না ঘটে, যে ঘটনা কাম্য নয়। কারও ওপর যেন কোনও আঘাত না আসে...যা ঘটেছে, আমি চাইনি আইনশৃঙ্খলা বিঘ্নিত হোক।’

    এ দিন নাগরাকাটায় বন্যাদুর্গত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে হামলার মুখে পড়েন তাঁরা। শঙ্কর ঘোষকে ধাক্কা দেওয়া হয়, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় খগেন মুর্মুর বড়সড় আঘাত লাগে, নাক-মুখ দিয়ে রক্ত পড়ে। যে ভিডিয়ো সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় গাড়িতে বসে রয়েছেন বিজেপি সাংসদ।

    এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সঙ্গে তাঁর বার্তা, ‘বন্যাদুর্গত এলাকায় ৩০-৪০টি গাড়ি নিয়ে গেলে সাধারণ মানুষের মনে দুঃখ হয়। ওঁদের তো খাবার-বাসস্থান দরকার। আমি রাজনীতি করতে আসিনি। তাই ওই এলাকায় যাবো না। ডিজিকে পাঠিয়েছি, সে নদী পেরিয়ে গিয়েছে। আমি চাই না ওখানে কোনও সমস্যা হোক। শান্ত থাকুন, সংযত থাকুন। দুর্যোগের সময়ে সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে।’

    প্রবল বন্যা ও ধসের কারণে যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে, লোকাল বিডিও ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সেই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ডিএম-এসপিকে মুখ্য সচিবকে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। বন্যার জল নেমে গেলে সব সমীক্ষা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।

    দ্রুত বন্যা ও ব্যাপক বর্ষণে ক্ষতিগ্রস্তদের নিরাপদ জায়গায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এনডিআরএফ-এর সঙ্গে এগ্রিমেন্ট রয়েছে। যখনই সমস্যা হবে ওই সংস্থা কাজ শুরু করে। তার জন্য যা যা দরকার তা বাংলার সরকার দেয়। রাজ্যেরও এসডিআরএফ আছে, সিভিল ডিফেন্স রয়েছে, আরও অনেকে রয়েছেন যাঁরা এমন দুর্যোগে কাজ করে। তার সঙ্গে মমতার বার্তা, ‘মানুষ বিপদে পড়লে আমাদের কারও কৃতিত্ব নেওয়ার কোনও কারণ নেই।’

  • Link to this news (এই সময়)