বিহারের বিধানসভা ভোটের দিনক্ষণ, আজই বিকেলেই ঘোষণা করবে কমিশন
আজকাল | ০৬ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দামামা বেজে গিয়েছে। চলছে প্রচারও। কিন্তু, কতগুলি দফায় কবে থেকে হবে বিহারের বিধানসভা নির্বাচন? আজ, সোমবার (৬ অক্টোবর, ২০২৫) বিহারের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিকেল চারটের সময়ে রাজধানী দিল্লির বিজ্ঞানভবন থেকে এই ঘোষণা করা হবে বলে কমিশন সূত্রে খবর।
ভোটের আগে, নির্বাচনী প্রক্রিয়া উন্নত করার লক্ষ্যে ১৭টি নতুন উদ্যোগ চালু করেছে কমিশন। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে, সমস্ত ভোটকেন্দ্রে ওয়েবকাস্টিং বাস্তবায়ন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) রঙিন ছবি ব্যবহার এবং ভোটারদের ভোটকেন্দ্রের বাইরের এলাকায় মোবাইল ফোন বহন করার অনুমতি দেওয়া। এই সংস্কারগুলি দেশজুড়ে ভবিষ্যতের নির্বাচনের জন্য মডেল হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেছেন যে, বিহারের ভোটার তালিকা ২২ বছরের মধ্যে এই প্রথমবারের মতো একটি বিশেষ নিবিড় সংশোধন (SIR) অনুশীলনের মাধ্যমে "শুদ্ধ" করা হয়েছে। এই আপডেট ভোটার তালিকায় দীর্ঘস্থায়ী ভুল এবং নকল সমস্যাগুলি সমাধান করেছে। সংশোধিত তালিকাটি আইনত বৈধ এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নির্ভুলতা উন্নত করার লক্ষ্যে কার্যকর।
ভোটারদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের কাছে ছট পূজার পরে ভোটের সময়সূচী নির্ধারণের জন্য অনুরোধ জানিয়েছিল। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ চূড়ান্ত করার সময় এই অনুরোধটি বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে।
আসন্ন নির্বাচনগুলি ২৪৩ আসন বিশিষ্ট্য ১৮তম বিহার বিধানসভার গঠন নির্ধারণ করবে। এবারের বিহারের ভোটে জনতা দল (ইউনাইটেড) এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোট বেঁধেছে। বিরোধী মহাগঠবন্ধ শিবিরে রয়েছে, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস। ক্ষমতা ধরে রাখতে মরিয়া এনডিএ শিবির। অন্যদিকে কুর্সি দখলের জোরদার চেষ্টায় তেজস্বী-রাহুল গান্ধীরা।