• বিলাসবহুল ফ্ল্যাটের লিফটে ও কী! দরজা খুলতেই পড়িমরি ছুটে পালালেন বাসিন্দারা, হাড়হিম দৃশ্য প্রকাশ্যে
    আজকাল | ০৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিলাসবহুল ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের লিফটেই হাড়হিম অভিজ্ঞতার সম্মুখীন হলেন কয়েকজন বাসিন্দা। লিফটের দরজা খুলতেই যা দেখলেন, ভয়ে আতঙ্কে আর্তচিৎকার সকলের। সেই লিফটের মধ্যেই ছিল ফণা তোলা এক কোবরা। যে ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার ঘটনাটি ঘটেছে নয়ডায়। জানা গেছে, নয়ডার সেক্টর ১৬৮-এর গোল্ডেন পাম সোসাইটির আবাসনে ঘটনাটি ঘটেছে। ওই আবাসনের লিফটেই ফণা তোলা কোবরার দেখা পেয়েছেন বাসিন্দারা। 

    আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, ওই আবাসনের কয়েকজন বাসিন্দা লিফটের জন্য অপেক্ষা করছিলেন। খানিকক্ষণ লিফট আসলেও, তাতে কেউ উঠতে পারেনি। লিফটের দরজা খুলতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন সকলে। লিফটের দরজা খুলতেই সকলে দেখেন সেখানেই ফণা তুলে রয়েছে এক বিরাট কোবরা। পড়িমরি করে পালিয়েই আবাসনের নিরাপত্তারক্ষীদের খবর পাঠানো হয়। 

    কিছুক্ষণের মধ্যেই কোবরাটিকে উদ্ধার করে ওই আবাসনের কর্মীরা। ডাস্কটবিনে কোবরা তুলে অদূরের এক জঙ্গলে সেটি ছেড়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় ওই আবাসনের বাসিন্দাদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়েছে। অনেকেরই দাবি, যদি লিফটে কোবরা উঠতে পারে, তাহলে আবাসনের যেকোনও জায়গায় এটি ঘুরে বেড়াতে পারে। আবাসনের জিম, বাগান, এমনকী ঘরের মধ্যেও ঢুকে যেতে পারে। শিশুরাও ঘরের বাইরে যেতে রীতিমতো ভয় পাচ্ছে এখন। কেউ কেউ আবার জানিয়েছেন, এই সাপটি আগেও আবাসনের বাগানে দেখা গিয়েছিল। সম্ভবত বাগান থেকেই আবাসনের মধ্যে ঢুকে পড়েছিল। 

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই হোটেল রুমে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন এক পর্যটক। হোটেলের বাথরুমে প্রস্রাব করতে গিয়েই জ্ঞান হারালেন এক যুবক। কমোডের কাছে দাঁড়াই ফোঁস ফোঁস শব্দ শুনতে পেয়েছিলেন। কয়েক সেকেন্ড পরেই ঘটল বিপত্তি।‌ কমোডে উঁকি দিতেই দেখেন, তার ভিতরেই রয়েছে লম্বা, বিষধর কোবরা সাপ! বাথরুমের দরজা বন্ধ করে, কমোডের মধ্যে কোবরা দেখেই মূর্ছা যান তিনি। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানে। সূত্রের খবর, রাজস্থানের আজমেরের পুষ্করের এক হোটেলে ঘটনাটি ঘটেছে। হাড়হিম অভিজ্ঞতার সম্মুখীন হন এক পর্যটক। সেই মুহূর্তের ভিডিওটিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। ওই এলাকায় এক হোটেলের বাথরুমের কমোডে পাঁচ ফুট লম্বা বিষধর কোবরা দেখা গেছে। ঘটনাটি জানাজানি হতেই রাজস্থানের কোবরা টিমকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। অবশেষে সাপটি উদ্ধার করা গেছে। 

    জানা গেছে, ওই হোটেলের তিনতলার একটি রুমের বাথরুমে লুকিয়ে ছিল কোবরাটি। কোনও ভাবে সেটি কমোডে ঢুকে পড়ে‌।‌ ভিডিওটি এক মহিলা ও যুবকের কথোপকথন শোনা গেছে। দুজনেই বলেন, এই বাথরুমে ভয়েই আর ঢুকতে পারবেন না তাঁরা। কমোডে বসার আগেও আতঙ্কে থাকবেন। 

    কীভাবে হোটেলের তিনতলায় পাঁচ ফুট লম্বা কোবরা পৌঁছে গেল, তা ঘিরেও সংশয় প্রকাশ করেছেন হোটেল কর্তৃপক্ষ। কোবরাটি উদ্ধার করতেও কয়েক ঘণ্টা সময় পেরিয়ে যায়। ভিডিওটি ভাইরাল হতেই, একজন লিখেছেন, 'এবার থেকে কোনও হোটেলের বাথরুমে যেতেই ভয় লাগবে‌!' আরেকজন লিখেছেন, 'ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এমন অভিজ্ঞতা যেন কারোর না হয়।' 
  • Link to this news (আজকাল)