আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আসরে তখন পাত্র, পাত্রী। আত্মীয়স্বজন, নিমন্ত্রিতদের ভিড়ে ঠাসা। খাওয়াদাওয়া, গল্প, নাচগান সব চলছে উদযাপনের মেজাজে। আচমকাই বিয়েবাড়িতে হুলস্থুল কাণ্ড। রীতিমতো আতঙ্কে চেঁচামেচি শুরু করে দিলেন নিমন্ত্রিতরা। কারণ? বিয়ের আসরে ঢুকে পড়ে এক বিরাট ষাঁড়।
জানা গেছে, সেই সময় বিয়ের পিঁড়িতে বসেছিলেন পাত্র ও পাত্রী। তাঁদের ঘিরে ছিলেন বাড়ির আত্মীয়স্বজন। একদল নিমন্ত্রিত খাওয়াদাওয়াও ব্যস্ত ছিলেন। আরেকদল নাচগানে মেতে ছিলেন। বিয়ের মণ্ডপের আশেপাশে অনেকেই চেয়ার বসে গল্প করছিলেন। আচমকাই সেই আসরে হট্টগোল শুরু হয়। বিয়ের মণ্ডপে কাছে ছুটে আসে এক ষাঁড়।
বিয়ের মণ্ডপ ভাঙচুর করে ওই ষাঁড়। উল্টে দেয় চেয়ার, টেবিল। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় বিয়েবাড়ি। এমনকী খাওয়াদাওয়ার জায়গায় গিয়েই তাণ্ডব শুরু করে ষাঁড়টি। আতঙ্কে, চিৎকার করতে করতে নিমন্ত্রিতরা ছুটে পালানোর চেষ্টা করেন। কয়েকজন পালাতে গিয়ে আহত হন। ষাঁড়ের হামলা থেকে বাঁচতে পাত্র ও পাত্রীও দিশেহারা হয়ে মণ্ডপ ছেড়ে চলে যান।
ঘটনাটি ঘিরে এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা পর যদিও সুষ্ঠুভাবে বিয়ের আচার, অনুষ্ঠান পালিত হয়। ২০২২ সালেও এক বিয়েবাড়িতে কালো রঙের একটি ষাঁড়কে ঢুকে পড়তে দেখা গিয়েছিল। যদিও সেখানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক মিনিট পরেই ষাঁড়টি নিজে থেকেই বিয়ের আসর ছেড়ে বেরিয়ে যায়।
প্রসঙ্গত, গত মে মাসে এক বিয়েবাড়িতে গণ্ডার ঢুকে পড়েছিল। ধুমধাম করে বিয়ের আয়োজন। আলোয় সাজানো বাড়ি। একদিকে বাজছে গান। সেজেগুজে নিমন্ত্রিতরাও হাজির। খাওয়াদাওয়া, গল্পে মশগুল সকলে। হঠাৎ ঘটল বিপত্তি। বিয়েবাড়ির মূল গেট দিয়ে সোজা ঢুকে পড়ল একটি গণ্ডার। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সোজা চলে গেল বাড়ির ভিতরে। গণ্ডারটি ঢুকতেই হুলস্থুল কাণ্ড বিয়ের অনুষ্ঠানে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নেপালে। চিতওয়ান জাতীয় উদ্যানের ঠিক পাশেই ছিল বিয়ের অনুষ্ঠানটি। জানা গেছে, সেখান থেকে একটি গণ্ডার সোজা বিয়েবাড়িতে ঢুকে পড়ে। মূল গেট দিয়ে ঢুকে অনুষ্ঠান বাড়িতে সোজা এগিয়ে যায়। গণ্ডারটিকে দেখে প্রথমে অনেকেই ভয় পাননি। ছবি, ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন। কিন্তু গণ্ডারটি যেভাবে এগিয়ে আসে, তাতেই ভয়ে পেয়ে যান সকলে। খাবার রেখেই ছুটে পালানোর চেষ্টা করেন সকলে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও। দশ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। বিয়েবাড়িতে গণ্ডারের উপস্থিতি দেখে চমকেও গেছেন নেটিজেনরা। উল্লেখ্য, ১৯৭৩ সালে চিতওয়ান জাতীয় উদ্যানে প্রায় ১০০টি একশৃঙ্গ গণ্ডার ছিল। বর্তমানে চিতওয়ানে প্রায় ৭০০ গণ্ডার রয়েছে। এই জাতীয় উদ্যানের আশেপাশে ৪৫ হাজার পরিবারের বসবাস। প্রায়ই জঙ্গল থেকে গণ্ডার বেরিয়ে আসতে দেখা যায়। কিন্তু বিয়ের অনুষ্ঠানে এই প্রথমবার এমন ঘটনার সাক্ষী থাকলেন সকলে।