• বিহারে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত! উত্তরবঙ্গের আবহাওয়া কি আরও খারাপ হবে আজ? হাওয়া অফিসের বড় ঘোষণা...
    আজকাল | ০৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে দুর্যোগের পরিস্থিতি। রবিবারের মধ্যরাত থেকে প্রবল বৃষ্টি, দমকা হাওয়ায় লণ্ডভণ্ড দার্জিলিং-সহ গোটা উত্তরবঙ্গ। মৃত্যু মিছিল। মানুষের, বন্যপ্রাণীর। সোমবার উত্তরবঙ্গের আকাশ কিছুটা পরিষ্কার হলেও, দুর্যোগের মেঘ যে কেটে যায়নি, তা হাওয়া অফিসের পূর্বাভাসে আগেই স্পষ্ট হয়েছে। তার মাঝেই এল আরও বড় আপডেট।

    সোমবার দুপুরে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পূর্ব বিহার এবং আশেপাশের এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাব অব্যাহত রয়েছে। বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিমি উপরে তার অবস্থান। তবে তাতে উত্তরবঙ্গে আর দুর্যোগ বাড়ার আশঙ্কা নেই। হাওয়া অফিসের আপডেট, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের হার হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

    আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে-

    উত্তরবঙ্গের পূর্বাভাস:

    সোমবার-

    দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার একাধিক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

    মঙ্গল এবং বুধবার-

    উত্তরবঙ্গের সমস্ত জেলা্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

    বৃহস্পতি এবং শুক্রবার-উত্তরবঙ্গের সমস্ত জেলার এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গের পূর্বাভাস-

    সোমবার-উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলার জায়গায় জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) এবং বকলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার এক বা দুটি স্থানে বজ্রঝড়, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

    মঙ্গলবার-আগামিকাল মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

    বুধবার-আগামী বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে। 

    সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রবিবার থেকেই পরিস্থিতির দিকে নজর ছিল। জানিয়েছিলেন, সোমবার তিনি পরস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যাবেন উত্তরবঙ্গে। যাওয়ার পথে বললেন, উত্তরবঙ্গে দুর্যোগে মৃত ব্যক্তিদের পরিবারের একজন সদস্যকে সরকার চাকরি দেবে এবং প্রতি পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে। মমতা সোমবার জানান, পরিস্থিতি খতিয়ে দেখতে অরূপ বিশ্বাস এবং গৌতম দেবকে পাঠিয়েছেন ধুপগুড়ি। মুখ্যসচিব এবং তিনি যাচ্ছেন হাসিমারা। মমতা বলেন, 'আমি এবং সিএস যাচ্ছি হাসিমারা। হাসিমারা থেকে আমরা যাব নাগরাকাটা, যতদূর পর্যন্ত যাওয়া যায়।' মুখ্যমন্ত্রী হাসিমারা থেকে রাতে বাগডোগরা ফিরে, মঙ্গলবার ফের যাবেন মিরিকে। 

    এখনও পর্যন্ত তথ্য, দুর্যোগে উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। ১৮ জন দার্জিলিং-মিরিক-কালিম্পংয়ের এবং নাগরাকাটার পাঁচজনের মৃত্যু হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কালকে যাঁরা বন্যায় মারা গিয়েছেন, ২৩ জন, তাঁদের প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশ্যাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলি নিজের পায়ে দাঁড়াতে পারে, কারও মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়।' একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'যদিও আমি জানি, জীবনের বিকল্প কক্ষনও টাকা হয় না। কিন্তু যে চলে যায়, তাঁর পরিবার থেকে  যায়। পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামাজিক কর্তব্য।' 

     
  • Link to this news (আজকাল)