বন্যা কবলিত জলপাইগুড়িতে পৌঁছে রাজ্যের বিরুদ্ধে তোপ রাজ্য বিজেপির সভাপতির
বর্তমান | ০৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে জলপাইগুড়িতে পা রেখেই রাজ্যকে দোষারোপ করতেই মরিয়া হয়ে ওঠেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর তোপ, উত্তরবঙ্গের জন্য রাজ্য বাজেটে যে টাকা বরাদ্দ হয়, তাতে জল গরম পর্যন্ত হয় না। এর উপর যে টাকা বরাদ্দ হয়, তার মাত্র ২৪ শতাংশ টাকা খরচ হয়। বাকিটা অন্য খাতে চলে যায়। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল, রবিবার জলপাইগুড়িতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেচ দফতরের আধিকারিকদের নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত বাঁধগুলি সরেজমিনে পরিদর্শন করেন। উত্তরবঙ্গে এত বড় বিপর্যয় সত্ত্বেও কেন্দ্র হাত গুটিয়ে বসে রয়েছে বলে তোপ দাগেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে এদিন পাল্টা আক্রমণ করেন শমীক। বলেন, এই পুরো ব্যর্থতার জন্য গৌতম দেব দায়ী। বিধায়ক থাকাকালীন তিনি উত্তরবঙ্গের জন্য কোনওদিন বিধানসভায় দাঁড়িয়ে কিছু বলেননি। আজ, সোমবার সকালে বাগডোগরায় নেমে সড়কপথে জলপাইগুড়িতে আসেন শমীক। দোমোহনি এলাকায় একটি দোকানে চা খান। ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় সহ বিজেপি নেতারা। এরপর তিনি দুর্গত এলাকার উদ্দেশে রওনা হন।