• জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরীর
    দৈনিক স্টেটসম্যান | ০৬ অক্টোবর ২০২৫
  • জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর। মৃতের নাম রূপসী জানা (১৫)। সল্টলেকের ৩ নম্বর সেক্টরের ইএসআই হাউসিং কমপ্লেক্সের বাসিন্দা ছিল সে। জ্বর সহ বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় নবমীর দিন তাঁকে মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ২ অক্টোবর কলকাতার ব্রড স্ট্রিট এলাকায় একটি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

    সূত্রের খবর, রূপসী জানার মৃত্যুর শংসাপত্রে ‘ডেঙ্গি এনএসওয়ান পজিটিভ, সেপসিস উইথ সেপটিক শক উইথ মাল্টি অর্গান ডিসফাংশন’ বলে উল্লেখ রয়েছে। যদিও বিধাননগর পুরসভার দাবি, এখনও বেশ কিছু রিপোর্ট এসে পৌঁছায়নি। তাই মৃত্যুর কারণ ডেঙ্গি কি না, এখনই বলা সম্ভব নয়। স্থানীয় সূত্রের খবর, ওই পরিবারে আরও এক সদস্য জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।

    মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। পুরসভা সূত্রের খবর, চলতি বছরে এখনও পর্যন্ত ২২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বিধাননগর পুরনিগমের তরফে জানানো হয়েছে, ডেঙ্গি নিয়ে এলাকায় মানুষকে সচেতন করা হচ্ছে। একাধিক পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি কারও বাড়িতে যাতে জমা জল না থাকে, সেই বিষয়েও সতর্ক করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)