• ঘাটালে ফের বন্যা পরিস্থিতি, জলের তলায় রাস্তা, কৃষিজমি
    দৈনিক স্টেটসম্যান | ০৬ অক্টোবর ২০২৫
  • টানা বৃষ্টির কারণে শনিবার বিকেল থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক জমিতে জল ঢুকতে শুরু করে। ফুলেফেঁপে ওঠে শিলাবতী নদী। রবিবার সকাল থেকে ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এর জেরে চলতি মরসুমে এই নিয়ে ষষ্ঠবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায়। জল ঢুকে পড়ে গড়বেতা গ্রামীণ হাসপাতালেও। এর ফলে বিপাকে পড়েছেন রোগী, রোগীর পরিজন এবং চিকিৎসকেরা। ঘাটালের পরিস্থিতি নিয়ে রবিবার রাতেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। রবিবার দুপুরে গড়বেতায় বজ্রাঘাতে মানিক ডিঞা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে গ্রামীণ এলাকার চাষের জমি ও রাস্তাঘাট শিলাবতী নদীর জলের তলায় চলে গিয়েছে। বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ঘাটালের মানিককুণ্ডু, বাঁকা, সুলতানপুর, মহারাজপুর, আজবনগর সহ আরও বেশ কিছু এলাকায়। পাশাপাশি নিশ্চিন্তা, গড়প্রতাপ নগর-সহ বিভিন্ন এলাকায় জল বাড়ায় পুরসভা এলাকাগুলিও জলমগ্ন হয়ে পড়তে পারে। শিলাবতীর জলে কেঠিয়া খাল উপচে এলাকায় ঢুকে পড়েছে জল। চন্দ্রকোণাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ডিভিসির ছাড়া জল মিশছে রূপনারায়ণে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরফলে বেশিরভাগ এলাকাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলের কারণে মাঠের সবজি নষ্ট হচ্ছে। রাস্তায় এতই জল যে সাইকেল নিয়েও যাতায়াত করতে পারছেন না মানুষ।

    আজ লক্ষ্মীপুজো। এই পরিস্থিতিতে ফেল জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ায় সমস্যায় পড়েছেন ঘাটালবাসী। মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, ঘাটাল ব্লকের মহারাজপুর, পান্না, মোহনপুর ইত্যাদি এলাকায় এবং চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি হয়েছে। নদীর জল বাড়ছে। সেই কারণে শনিবার থেকেই সতর্কতা জারি করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাইকিং করে প্রচার করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। খোলা রয়েছে কন্ট্রোল রুম। দ্রুত সেখানে ত্রাণশিবির খোলার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)