• ‘গুজবে কান দেবেন না’, বার্তা মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ০৬ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গে বিপর্যয়ে ২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। উদ্ধারকাজ এবং ত্রাণ বিতরণে সক্রিয় রয়েছে পুলিশ ও প্রশাসন। এরই মধ্যেই এক শ্রেণির অসাধু মানুষের বিরুদ্ধে পরিকল্পনামাফিক গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এই নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার আন্তরিক আবেদন, এই দুর্যোগে বহু মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি। তবুও, এই কঠিন সময়েও আমাদের মনে রাখতে হবে , একতা ও ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবার কাছে অনুরোধ, সাহস হারাবেন না, সংযম ও সতর্কতা বজায় রাখুন। সরকার ও প্রশাসন সর্বাত্মকভাবে মানুষের পাশে আছে, এবং আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠব।’

    কোনও প্রকার গুজবে কান না দিয়ে শান্ত থাকার পরামর্শও দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘দয়া করে শান্ত থাকুন, গুজবে কান দেবেন না, এবং চারপাশের মানুষকে সহযোগিতা করুন। এই সময় কোনো অপ্রীতিকর ঘটনা কাম্য নয়, আমরা একে অপরের পাশে থেকে, একসাথে এই সংকটের মোকাবিলা করব।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)