‘ব্রাহ্মণ সম্প্রদায়ের কল্যাণের জন্য কাজ করা উচিত সরকারের’, রেখার মন্তব্যে বিতর্কের ঝড়
প্রতিদিন | ০৬ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাহ্মণরা সমাজে জ্ঞানের শিখা প্রজ্বলিত করেন। তাই সমস্ত সরকারের উচিত ব্রাহ্মণ সম্প্রদায়ের কল্যাণের জন্য কাজ করা। রাজধানীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়েছে। রেখাকে কটাক্ষ করে আপ নেতা সঞ্জীব ঝা বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অসংবেদনশীল।”
রবিবার দিল্লির পিতামপুরাতে অনুষ্ঠিত সর্বভারতীয় ব্রাহ্মণ সম্মেলনে যোগদান করেছিলেন রেখা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সমাজে যদি কেউ জ্ঞানের শিখা প্রজ্বলিত করে, তবে তা হল আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়। তারা কেবল ধর্মগ্রন্থ নয়, অস্ত্রেরও পুজো করে। কেবলমাত্র অস্ত্র এবং ধর্মগ্রন্থের মাধ্যমেই আমরা আজ সমাজ এবং দেশকে রক্ষা করতে পারি।” তিনি আরও বলেন, “জ্ঞানের শিখা প্রজ্বলিত করে, ধর্ম প্রচার করে এবং চেতনা জাগিয়ে, ব্রাহ্মণ সম্প্রদায় সর্বদা সমাজের কল্যাণের জন্য কাজ করে আসছে। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তাদের উচিত ব্রাহ্মণ সম্প্রদায়ের কল্যাণের জন্য কাজ করা, যাতে তারা এগিয়ে যেতে পারে।”
এরপরই রাজ্যের পূর্ববর্তী সরকারগুলির নিন্দা করে রেখা বলেন, “দিল্লিতে আমাদের লক্ষ্য আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সে সম্পর্কে আপনার আমাদের পরামর্শ দিতে থাকুন। গত ২৭ বছর ধরে, দিল্লি ধীর গতিতে এগিয়ে চলছিল। কিন্তু এবার পরিবর্তন হয়েছে। আমাদের চারপাশের রাজ্যগুলি আমাদের ছাড়িয়ে গিয়েছে। আমরা সবাই যদি রাজ্য এবং তার জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করি, তাহলে রাজধানী অবশ্যই একটি বিকশিত দিল্লি হিসাবে প্রতিষ্ঠিত হবে।”
রেখার এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। দিল্লির মুখ্যমন্ত্রীর দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে আপ। এ প্রসঙ্গে আপ নেতা আপ নেতা সঞ্জীব ঝা তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ব্রাহ্মণ সম্মেলনের এই অনুষ্ঠানে রেখার এই মন্তব্যে আমি স্তম্ভিত। যে কোনও সম্প্রদায় সম্পর্কে এধরনের মন্তব্য কেবল অসংবেদনশীলই নয়, বরং জনগণের ভাবাবেগেও আঘাত হানে।’