• কবে ভোট বিহারে, কবে ফলপ্রকাশ? SIR আবহে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
    প্রতিদিন | ০৬ অক্টোবর ২০২৫
  • নন্দিতা রায়, নয়াদিল্লি: বিহারে ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। দু’দফায় নির্বাচন শেষ হবে ১১ নভেম্বর, এবং ফল ঘোষণা ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পাশাপাশি বিহারে গত কয়েক মাস ধরে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের ভূয়সী প্রশংসা করেন কমিশনার।

    এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া যাবে ১০ অক্টোবর থেকে, মনোনয়ন জমার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে ১৩ অক্টোবর থেকে মনোনয়ন জমার শেষ তারিখ ২০ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২৩ অক্টোবর।

    শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এবার বিহারে বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়েছে কমিশনের তরফে। এই প্রথমবার সমস্ত বুথ পর্যায়ের এজেন্টদের প্রশিক্ষণ দিল্লিতে নিয়ে গিয়ে করা হয়েছে। বুথ পর্যায়ের আধিকারিকদের জন্য রাখা হয়েছে ফটো আইডি কার্ড। এছাড়া ভোটদাতাদের ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে নিজের ফোন জমা রেখে ভোট দিতে যেতে হবে। এসআইআর ইস্যুতে তুমুল রাজনৈতিক সংঘাতের পর এবার বিহারে মোট ভোটারের সংখ্যা ৭.৪৩ কোটি। যেখানে বুথের সংখ্যা ৯০,৭১২। যে কোনও রকম অশান্তি রুখতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে বিহারে। কমিশনের সমস্ত অ্যাপকে এক ছাতার নিচে এনে একটি অ্যাপ আনা হয়েছে। যার নাম ‘ECI net’। কোনও রকম সমস্যায় ১৯৫০ নম্বরে সরাসরি ফোন করতে পারবেন যে কেউ।

    উল্লেখ্য, নির্বাচনী প্রস্তুতির সঙ্গেই গত ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে বিহারে। এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে কম উত্তেজনা হয়নি বিহারে। এই তালিকা থেকে অন্তত ৬৫ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও বিরোধীদের অভিযোগকে বিশেষ আমল না দিয়ে গতকালই কমিশনার বলেন, এসআইআরে যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের কাছে আবেদন তাঁরা যদি যোগ্য ভোটার হন তাহলে মনোনয়নের সময়সীমার ১০ দিন আগে পর্যন্ত ফর্ম ৬ বা ফর্ম ৭ পূরণ করে জমা দিতে পারেন।
  • Link to this news (প্রতিদিন)