অরূপ বসাক, মালবাজার: নাগরাকাটায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। হামলায় একেবারে রক্তাক্ত অবস্থা বিজেপি সাংসদ খগেন মুর্মু। জানা যাচ্ছে, এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার সময় হঠাৎ করেই তাঁদের উপর এই হামলা চলে। শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। ইটের আঘাতে আহত হন শিলিগুড়ির বিধায়ক। এমনকী তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
অন্যদিকে ইট লাগে মালদহ উত্তরের বিজেপি সাংসদের শরীরেও। ইতিমধ্যে ঘটনার পরের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ইটের আঘাতে রক্তে ভেসে যাচ্ছে বিজেপি সাংসদের শরীর। তছনছ অবস্থা বিজেপি বিধায়কের গাড়িও।
রবিবারের ভয়াবহ পরিস্থিতির সাক্ষী থেকেছে উত্তরবঙ্গ। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কিন্তু চারপাশে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ছাপ। এমনকী বহু জায়গায় প্লাবনের পরিস্থিতিও তৈরি হয়। আজ সোমবার সকালে দুর্যোগ কবলিত নাগরাকাটা পরিদর্শনে যান মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। কিন্তু বামনডাঙায় ঢোকার সময় হঠাৎ করেই তাঁদের লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। একেবারে লাঠি, জুতো হাতে বিজেপি নেতাদের উপর চলে হামলা। শুধু তাই নয়, গাড়ি থেকে নামতেই তাঁদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি।
ইটের আঘাতে মাথা ফেটে যায় খগেন মুর্মু। জুতো মারা হয় শংকর ঘোষকেও। কোনও রকমে এলাকা ছেড়ে বেরিয়ে আসতে পারেন দুই বিধায়ক। জানা গিয়েছে, দু’জনকেও আপাতত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। যদিও বিজেপির দাবি, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত।