• সূত্র সিসিটিভি ফুটেজ, বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার ২
    প্রতিদিন | ০৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনে পুলিশের জালে ২ অভিযুক্ত। সোমবার সকালে কলকাতা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টায় পুলিশ।

    ঘটনাটি ঘটে ৪ অক্টোবর। ওইদিন দুপুরে ভয়ংকর কাণ্ড ঘটে বরানগরে। দুপুর ৩টে নাগাদ বরানগরের শম্ভুনাথ দাস লেনে নিজের দোকানেই ছিলেন মালিক শংকর জানা। আচমকা ক্রেতা সেজে ৬ জন দোকানে ঢোকেন। গয়নাগাটি দেখতে গিয়ে লুটপাট শুরু করে বলে অভিযোগ। তা বুঝতে পেরে বাধা দেন শংকরবাবু। জানা যায়, এতেই ক্ষিপ্ত হয়ে দোকান মালিককে আক্রমণ করে তারা। শংকরবাবুর মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করে ডাকাতদল। তাতেই জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যবসায়ীর।

    এই খুনের ঘটনায় প্রথম থেকেই নজরে ছিল ‘গোল্ডেন ডাকু’ সুবোধ সিংয়ের গ্যাং। তাঁর টিমের ডাকাতির কিছু ‘সিগনেচার স্টাইল’ থাকে। যেমন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয় দেখিয়ে সময় নষ্ট না করে খুব বেশি হলে ১০মিনিটের মধ্যে মিশন কমপ্লিট করা। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এগুলোর কোনওটাই ‘ফলো’ হয়নি এক্ষেত্রে। সোনার দোকানে থাকা ভারী লোহার দণ্ড ব্যবহার করেই মাথায় আঘাত করা হয়েছিল ষাটোর্ধ স্বর্ণ ব্যবসায়ী শংকর জানাকে। দোকান থেকেই সেটি উদ্ধার হয়েছে। হামলার শুরুতেই ব্যবহার করা হয়েছিল লঙ্কার গুঁড়ো! ক্রেতা সেজে ঠিক যেই সময়ে দুষ্কৃতীরা এসেছিল তখন অন্যান্য দোকান বন্ধ থাকে। শংকর জানাও সাধারণত সেই সময় দোকান বন্ধ করেন, আবার বিকেল ৫টার পর খোলেন। তাই পরিচিত কেউ এরসঙ্গে জড়িত রয়েছে বলেই সন্দেহ ছিল পুলিশ ও ব্যবসায়ী মহলে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। লুটের উদ্দেশ্যেই এই খুন? নাকি পিছনে লুকিয়ে অন্য কোনও রহস্য, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)