• গলায় ক্ষতচিহ্ন, কলকাতার প্রসিদ্ধ মিষ্টির দোকানে রক্তাক্ত অবস্থায় উদ্ধার কর্মী! নেপথ্যে কী?
    প্রতিদিন | ০৬ অক্টোবর ২০২৫
  • অর্ণব আইচ: মিষ্টির দোকানের ঘর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হল এক কর্মীর দেহ। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এমনকী দেহের পাশেই পড়েছিল ছুরি। ফলে আত্মহত্যা, নাকি খুনের চেষ্টা তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে জোড়াবাগান থানার পুলিশ। কীভাবে এই ঘটনা, তা জানতে ওই মিষ্টির দোকানের অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকী ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে। মিষ্টির দোকানটি উত্তর কলকাতার জোড়াবাগান এলাকার অন্যতম প্রসিদ্ধ একটি দোকান। সেখানে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

    জানা গিয়েছে, আহত ওই কর্মীর নাম গৌতম প্রধান। মিষ্টির দোকানের উপরেই কর্মীদের থাকার জায়গা। অন্যান্য দিনের মতো রবিবার রাতে শুয়ে ছিলেন গৌতম। কিন্তু এদিন অনেক বেলা গড়িয়ে যাওয়া পরেও তাঁকে দেখা যায়নি। এরপরেই তাঁর ঘরে ডাকাডাকি শুরু করেন দোকানের অন্যান্য কর্মীরা। কিন্তু তাতেও সাড়া না দেওয়ায় সন্দেহ তৈরি হয়। দরজা ভেঙে দেখা যায় একেবারে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছেন গৌতম। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। এরপরেই অন্যান্য কর্মীরাই কার্যত আশঙ্কাজনক অবস্থায় গৌতমকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

    খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যে উদ্ধার হওয়া ছুরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, কথা বলার অবস্থায় নেই গৌতম প্রধান। ফলে তাঁর উপর কোনও হামলা হয়েছে নাকি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের দাবি, গৌতমের গলায় ধারালো অস্ত্রের সূক্ষ্ম আঘাত রয়েছে। যার ফলে ব্যাপক রক্তক্ষরণ হয়।
  • Link to this news (প্রতিদিন)