• টানাপোড়েন শেষ, কলকাতা, যাদবপুর-সহ ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ
    প্রতিদিন | ০৬ অক্টোবর ২০২৫
  • ধীমান রক্ষিত: টানাপোড়েন শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে পেল স্থায়ী উপাচার্য। এই তালিকায় রয়েছে কলকাতা, যাদবপুর, উত্তরবঙ্গের মতো নামীদামি বিশ্ববিদ্যালয়। যেখানে এতদিন অস্থায়ী উপাচার্য বসিয়ে কাজ সামলানো হচ্ছিল। সোমবার, সুপ্রিম কোর্টের নির্দেশে এমনই আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের পথে সমাধান হল। কোন বিশ্ববিদ্যালয়ে কে পেলেন উপাচার্যের দায়িত্ব, দেখে নিন ?

    কলকাতা বিশ্ববিদ্যালয় ? আশুতোষ ঘোষ
    যাদবপুর বিশ্ববিদ্যালয় ? চিরঞ্জীব ভট্টাচার্য
    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ? ওমপ্রকাশ মিশ্র
    রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ? অর্ণব সেন
    গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ? আশিস ভট্টাচার্য
    কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ? উদয় বন্দ্যোপাধ্যায়
    সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ? চন্দ্রদীপা ঘোষ
    বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় ? আবু তালেব

    এই সবকটি বিশ্ববিদ্যালয়ে এতদিন অস্থায়ী উপাচার্য ছিলেন। স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। তা না পাওয়া গেলে রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করা যায় না। এতদিন এই নিয়েই জটিলতা চলছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় সেই জল। অবশেষে রাজভবন যাতে রাজ্যের প্রস্তাবে অনুমোদন দিয়ে উচ্চ শিক্ষাক্ষেত্রে এই সমস্যার অবসান ঘটায়। সেইমতো সোমবার সমস্ত টানাপোড়েন কাটিয়ে অবশেষে আট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের নামঘোষণা করা হল।
  • Link to this news (প্রতিদিন)