আজকাল ওয়েবডেস্ক: জাতপাত নিয়ে টানাপোড়েন অব্যাহত। এর মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর দাবি, " ব্রাহ্মণেরাই আমাদের সমাজে জ্ঞানের শিখা প্রজ্বলন করেন। তাই প্রত্যেক সরকারেরই এই জাতের কল্যাণে কাজ করা উচিত। "
রবিবার দিল্লির পিতমপুরায় 'শ্রী ব্রাহ্মণ সভা' আয়োজিত সর্বভারতীয় ব্রাহ্মণ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "যদি কেউ সমাজে জ্ঞানের শিখা প্রজ্বলিত করে, তবে তা আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়। তারা কেবল ধর্মগ্রন্থ নয়, অস্ত্রেরও পুজো করে। কেবলমাত্র অস্ত্র ও ধর্মগ্রন্থের মাধ্যমেই আমরা আজ সমাজ ও দেশকে রক্ষা করতে পারি।"
রেখা গুপ্তা আরও বলেন, "জ্ঞানের শিখা প্রজ্বলিত করে, ধর্ম প্রচার করে এবং সদিচ্ছার চেতনা পোষণ করে, ব্রাহ্মণ সম্প্রদায় সর্বদা সমাজের কল্যাণের জন্য কাজ করে আসছে। যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তাদের ব্রাহ্মণ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রাহ্মণদের কল্যাণের জন্য কাজ করা উচিত।"
দিল্লির আগের সরকারগুলিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লিতে আমাদের লক্ষ্য কীভাবে এগিয়ে নেওয়া যায় সে সম্পর্কে আপনাদের (ব্রাহ্মণ) পরামর্শ দেওয়ার বিষয়টি জারি রাখুন। কারণ এক্ষেত্রে ঘাটতি আছে। ২৭ বছর ধরে দিল্লি ধীর গতিতে এগিয়ে চলেছে। এখন সময় এসেছে পরিবর্তন আনার এবং প্রক্রিয়াটি ত্বরান্বিত করার। কারণ মনে হচ্ছে আমাদের চারপাশের রাজ্যগুলি আমাদের ছাড়িয়ে এগিয়ে গিয়েছে। আমরা যদি সকলে দিল্লি এবং এখানকার জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করি, তাহলে এ রাজ্য অবশ্যই একটি 'বিকশিত দিল্লি' হিসেবে প্রতিষ্ঠিত হবে।"
মুখ্যমন্ত্রী আরও বলেন যে, তাঁর সরকার প্রতিটি সম্প্রদায়কে সমান সুযোগ প্রদান এবং সমাজে তাদের অবদানকে সম্মান জানানোর লক্ষ্যে কাজ করে। রেখা গুপ্তার দাবি, "কেবলমাত্র একটি ঐক্যবদ্ধ সমাজই প্রকৃত অগ্রগতি অর্জন করতে পারে।"