নভেম্বরে দু'দফায় ভোট, ভারতের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ভোট হবে বিহারে? বড় দাবি কমিশনের
আজকাল | ০৭ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সকালেই জানা গিয়েছিল, বিকেল চারটের পরেই জানা যাবে বিহার ভোটের দিনক্ষণ। জানা গেল। নভেম্বরে দু' দফায় ভোট হবে বিহারে। ৬ এবং ১১ নভেম্বর হবে ভোট গ্রহণ। ফলাফল ঘোষণা ১৪ নভেম্বর।
এই প্রসঙ্গে উল্লেখ্য, বিহারে গত বিধানসভা ভোট, অর্থাৎ ২০২০-এর ভোটগ্রহণ তিনটি দফায় হয়েছিল। প্রথম দফা ২৮ অক্টোবর, ২০২০, দ্বিতীয় দফা ৩ নভেম্বর, ২০২০ এবং তৃতীয় দফা ৭ নভেম্বর, ২০২০ তারিখে হয়েছিল। ভোট গণনা হয়েছিল ১০ নভেম্বর।
আগেই, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, বিহারের ২৪৩টি বিধানসভা আসনের ভোটগ্রহণ ২২ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে। অর্থাৎ বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার মধ্যেই মিটবে ভোট। অনেক রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে 'ছট পূজা' উৎসবের পরপরই ভোটের আর্জি জানিয়েছিল। যুক্তি ছিল, ছট পুজোর সময়, ভিন রাজ্যে কর্মরত বহু মানুষ ঘরে ফিরবেন। ফলে সেই সময় ভোট হলে, তাঁরাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিহারে ৭.৪৩ কোটি ভোটার রয়েছে, যার মধ্যে ৩.৯২ কোটি পুরুষ ভোটার এবং ৩.৫১ জন মহিলা ভোটার রয়েছে। রাজ্যে ১৪ লক্ষ নতুন ভোটার রয়েছেন। ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে, নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনে বেশকিছু পয়েন্ট তুলে ধরে-
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, নির্বাচন কমিশন নিশ্চিত করবে যে বিহার নির্বাচন সবচেয়ে স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন ভোটারদের জন্য সুবিধাজনক হবে এবং রাজ্যের আইনশৃঙ্খলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
বিহারে মোট ৯০,৭১২টি ভোটকেন্দ্র রয়েছে যেখানে একটি হেল্প ডেস্ক এবং ওয়েবকাস্টিং সুবিধা থাকবে।
ভোটের সময় জিরো টলারেন্স, সাফ বার্তা নির্বাচন কমিশনের। সঙ্গেই নির্বাচন কমিশন জানায়, পর্যাপ্ত সিএপিএফ মোতায়েন করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিহার নির্বাচনের জন্য ১৭টি নতুন উদ্যোগ চালু করা হয়েছে, যার মধ্যে রয়েছে বুথ-স্তরের এজেন্ট, পুলিশ অফিসারদের প্রশিক্ষণ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR), কর্মকর্তাদের জন্য বর্ধিত বেতন।
তথ্য-বিহারে নির্বাচনী এলাকার সংখ্যা: ২৪৩
সাধারণ নির্বাচনী এলাকা: ২০৩
তফসিলি জাতি নির্বাচনী এলাকা: ৩৮
তফসিলি উপজাতি নির্বাচনী এলাকা: ২
ভোটকেন্দ্র: ৯০,৭১২
মোট ভোটার: ৭.৪৩ কোটিরও বেশি।
বিহার ভোট প্রসঙ্গে উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগেই ঘোষণা করেছেন যে, বিহারের ভোটার তালিকা ২২ বছরের মধ্যে এই প্রথমবারের মতো একটি বিশেষ নিবিড় সংশোধন (SIR) অনুশীলনের মাধ্যমে "শুদ্ধ" করা হয়েছে। এই আপডেট ভোটার তালিকায় দীর্ঘস্থায়ী ভুল এবং সমস্যাগুলি সমাধান করেছে। সংশোধিত তালিকাটি আইনত বৈধ এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নির্ভুলতা উন্নত করার লক্ষ্যে কার্যকর।