• 'হ্যাপি ডিভোর্স', দুধ-স্নান করিয়ে ছেলেকে শুদ্ধ করলেন মা, চকোলেট কেক-এ যা লিখলেন, চোখ ছানাবড়া নেটিজেনদের...
    আজকাল | ০৭ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সম্পর্ক। প্রেমের, পরিণতিতে বিয়ে। কিংবা পরিবারের দেখাশোনায় বিয়ে। নানা কারণে সেই বিয়ের বন্ধন কেটেও যায়। বিচ্ছেদ হয় দম্পতির। কিন্তু সব বিচ্ছেদের শেষে, সম্পর্ক শেষ হওয়ার পর কি থাকে মনখারাপ? থাকে অনেক ক্ষেত্রেই। অনেকেই বহু মানুষ বিচ্ছেদের রেশ সামলাতে পারেন না বহু বছর ধরেও। আবার অনেকেই বিচ্ছেদের পর, সম্পর্ক শেষের পর যা প্রতিক্রিয়া দেন, তাতে মনে হয়, হাফ ছেড়ে বেঁচেছেন। সাম্প্রতিককালে তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। 

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও। যা দেখে তো তাজ্জব নেটিজেনরা। কেউ কেউ বিস্ফারিত চোখে প্রশ্ন করছেন, 'এমনও হয়?' যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে ভিডিওতে যা দেখা গিয়েছে, তাতে তুমুল আলোচনা সোশ্যালসাইটে। আলোচনা বিচ্ছেদের সমগ্র উদযাপন নিয়ে হলেও, আলোচনার কেন্দ্রে চকোলেট কেক। আর সেই কেকের উপর যা লেখা হয়েছে তা। 

    ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে ওই ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে যে, এক যুবক মাটিতে বসে রয়েছেন এবং তাঁর মা তার মাথার উপর দুধ ঢেলে দিচ্ছেন। মূলত এই আচারটি 'অভিষেকম' নামে পরিচিত, যেখানে ভক্তরা শুদ্ধির প্রতীক হিসেবে শিবলিঙ্গের উপর দুধ বা জল ঢেলে দেন। ওই যুবকের বিবাহিত জীবনের সমাপ্তি এবং তাঁর অবিবাহিত জীবনের সূচনা উপলক্ষে তাঁর মা ওই আচার-অনুষ্ঠান পালন করছিলেন। 

    আচার-অনুষ্ঠানের পরে, তাঁকে উদযাপনের জন্য পোশাক পরতে তৈরি হতেও দেখা যায়। পরবর্তী অংশে তাঁকে হাসতে হাসতে চকোলেট কেক কাটতেও দেখা যায়। ওই কেক নিয়েও যদিও উন্মাদনা তুঙ্গে। কিন্তু কেন? কী এমন লেখা আছে ওই কেকে?

    তাতে লেখা-কেকের গায়ে লেখা 'হ্যাপি ডিভোর্স', যার বাংলা তরজমা করলে দাঁড়ায় শুভ বিবাহবিচ্ছেদ। শুধু এটুকুই নয়, বড় আকারের চকোলেট কেকেই, তার সঙ্গে লেখা ১২০ গ্রাম সোনা ১৮ লক্ষ নগদ। তার সঙ্গে আবার দুটি হাসির ইমোজি।  নিজের পরিবারের সঙ্গে হইহই করে কেক কেটে বিচ্ছেদের উদযাপন করছিলেন যুবক। 

    ভিডিওটি শুধু পোস্ট করেছেন এমন নয়, নেটিজেনদের জন্য তিনি একটি ক্যাপশন শেয়ার করেছেন। যাতে লেখা ছিল, 'দয়া করে খুশি থাকুন এবং নিজেকে উদযাপন করুন। হতাশ হবেন না। ১২০ গ্রাম সোনা আর ১৮ লক্ষ নগদ নিইনি, দিয়েছি। সিঙ্গেল, কিন্তু খুশি, স্বাধীন।' একই সঙ্গে লিখেছেন,  'মেরি জিন্দেগি, মেরি রুলস, সিঙ্গেল অর হ্যাপি।' যার বাংলা করলে দাঁড়ায়, আমার জীবন,আমার নিয়ম। একা কিন্তু খুশি। 

    সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। তাতে আবার মিশ্র প্রতিক্রিয়াও দিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন সদর্থক কথা। কেউ একেবারেই পছন্দ করেননি উদযাপন। অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটি ত্রিশ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। কেউ বলেছেন 'মাম্মাজ বয়', কেউ আবার বলছেন 'টক্সিক'। 

    একজন কমেন্ট সেকশনে লিখেছেন, যাঁর সঙ্গে ওই যুবকের বিচ্ছেদ হয়েছে, তিনি নিশ্চয় এখন আরও ভালো জায়গায় আছেন। অন্য একজন যোগ করেছেন, মা যেভাব দুধ-স্নান করিয়ে উদযাপন করছেন, তাতে সম্পর্কের পরিস্থিতি কেমন ছিল, তা বুঝতে মোটেই অসুবিধে হচ্ছে না তাঁর। একজন এই সম্পর্ক শেষ হওয়ার জন্য যুবকের প্রাক্তন স্ত্রী-কেই শুভেচ্ছা জানিয়েছেন। একজন আবার মেয়েদের শাশুড়ির থেকে কিছুটা দূরেই থাকার পরামর্শ দিয়েছেন। 
  • Link to this news (আজকাল)