• অবশেষে মিলল সমাধানসূত্র, কলকাতা-যাদবপুর সহ রাজ্যের আট বিশ্ববিদ্যালয়ে নিয়োগ স্থায়ী উপাচার্য...
    আজকাল | ০৭ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ দিন ধরে চলা জটিলতার পর অবশেষে রাজ্যের উচ্চ শিক্ষাক্ষেত্রে স্থায়ী উপাচার্য নিয়োগের পথ সুগম হল। বহু টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা, যাদবপুর, উত্তরবঙ্গ, রায়গঞ্জ, গৌড়বঙ্গ, কাজী নজরুল, সাধু রামচাঁদ মুর্মু এবং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পদে নিয়োগ ঘোষণা করা হয়েছে। এতদিন এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভারপ্রাপ্ত উপাচার্যরা দায়িত্ব সামলাচ্ছিলেন। সম্প্রতি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। সরানো হয়েছে তাঁকেও।

    তাঁর জায়গায় এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আশুতোষ ঘোষকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, আরও সাতটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তিনি স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য সুরঞ্জন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার পর থেকে সেভাবে কেউ ছিলেন না উপাচার্য পদে।

    এবার সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার চিরঞ্জীব ভট্টাচার্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা প্রশাসনিক অনিশ্চয়তা দূর হবে। এর পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উদয় বন্দ্যোপাধ্যায়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ এবং বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেবকে স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।এই সব পদে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন।

    অনুমোদন না থাকলে সিদ্ধান্ত কার্যকর করা যেত না। এ কারণেই এতদিন জটিলতা চলছিল, যা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। অবশেষে রাজভবনের অনুমোদনের মাধ্যমে এই সমস্যার সমাধান ঘটেছে। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে বহুদিন ধরেই টানাপোড়েন চলছে। অবশেষে জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই বাধা কাটিয়ে এবার রাজ্যের আট বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হতে চলেছে। তবে, বাকি বিশ্ববিদ্যালয় গুলি নিয়ে এখনও পুরোপুরি জট কাটেনি।

    সুপ্রিম কোর্ট জানায়, যে বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন এবং রাজ্য সরকারের সম্মতি রয়েছে সেখানে আপাতত উপাচার্য নিয়োগ করা হোক। বাকি বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আগামী দিনে শুনানি হবে শীর্ষ আদালতে। এর আগে উপাচার্য নিয়োগের জন্য তিন সদস্যের সার্চ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

    জানানো হয়েছিল, তিন সদস্যের কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউইউ ললিত। জানানো হয়েছিল, নতুন এই সার্চ কমিটি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য তিনজন করে উপাচার্যের নাম পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে। সেখান থেকে একটি নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন রাজ্যপালের কাছে। রাজ্যপাল তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন। তবে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের উপাচার্যের নাম পছন্দ না হলে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। সেই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
  • Link to this news (আজকাল)