• বিহারে দুই দফায় আগামী ৬ ও ১১ নভেম্বর ভোট, গণনা ১৪ নভেম্বর
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি, ৬ অক্টোবর: আজ, সোমবার সাংবাদিক বৈঠক করে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন বিকেলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, বিহারে দুই দফায় ভোট হবে। তারিখ আগামী ৬ এবং ১১ নভেম্বর। ১৪ নভেম্বর হবে গণনা। আগামী ১০ অক্টোবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রথম দফার ক্ষেত্রে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা করতে পারবেন প্রার্থীরা। নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়া যাবে ১৩ অক্টোবর থেকে। জমার শেষ তারিখ ২০ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ অক্টোবর।বিহারের ২৪৩টি আসনের মধ্যে ২০৩টি সাধারণ, ২টি তফশিলি উপজাতি এবং ৩৮টি তফশিলি জাতির জন্য সংরক্ষিত। এবারে মোট আসনের ১২১টিতে নির্বাচন হবে প্রথম ধাপে অর্থাৎ ৬ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর হবে বাকি আসনে ভোট। চূড়ান্ত তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ। যার মধ্যে পুরুষের সংখ্যা ৩ কোটি ৯২ লক্ষ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ। এসআইআর-এ বাদ পড়েছে প্রায় ৪৭ লক্ষ ভোটারের নাম। এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন এসআইআরের ভূয়সী প্রশংসা করেন কমিশনার। 
  • Link to this news (বর্তমান)