• জীবিত মনে হওয়ায় শ্মশান থেকে দেহ নিয়ে হাসপাতালে গেলেন পরিজনরা!
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, কোচবিহার: শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল দেহ। সাজানো হয়ে গিয়েছিল চিতাও। কিন্তু চিতায় তোলার সময় শ্মশান যাত্রীদের হঠাৎই সন্দেহ হয় তিনি জীবিত রয়েছেন। এই পরিস্থিতিতে মৃত ব্যক্তির দেহ ফের মেডিক্যাল কলেজে নিয়ে আসা হল।মৃতের পরিবার সূত্রে খবর, কোচবিহারের নিউ পাটাকুড়া এলাকার বাসিন্দা প্রদীপ সরকারকে (৩৭) আজ, সোমবার সকালে মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই পরিবারের লোকেরা শেষকৃত্যের জন্য মরদেহ কোচবিহার মহাশ্মশানে নিয়ে গিয়েছিলেন। সেখানেই এই বিপত্তি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে এমজেএন মেডিক্যালের চিকিৎসকরা ফের ওই ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই নিশ্চিত করেন চিকিৎসকরা।
  • Link to this news (বর্তমান)