• বিজনবাড়ির গুরদংয়ে আটকে ৪০ জন পর্যটক, চলছে রাস্তা থেকে ধস সরানোর কাজ
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাহাড়ে ঘুরতে গিয়ে বিপর্যয়ের কবলে পড়ে নিখোঁজ বাঙালি পর্যটক হিমাদ্রী পুরকায়েত। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। জানা গিয়েছে, তিনি বালাসন নদীর ধারে লোয়ার সোনাদায় একটি হোম স্টে-তে ছিলেন। বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। তাঁর খোঁজে তল্লাশি চলছে। অন্যদিকে, মিরিকে ১০০ জন পর্যটক আটকে ছিলেন। তাঁদের মধ্যে আজ ৮০ নেমে এসেছেন। বাকিরা নামার প্রস্তুতি নিচ্ছেন। জোড়বাংলো সুখিয়াপোখরি ব্লকে আটকে থাকা ৭০ জনের মধ্যে ৪০ জন পর্যটক আজ নেমে এসেছেন। বাকিরাও নামার প্রস্তুতি নিচ্ছেন। চমংয়ে এখনও ৫ জন পর্যটক আটকে। টংলুতে ১৫ জন পর্যটক রয়েছেন। তবে তাঁরা স্বেচ্ছায় থেকে গিয়েছেন বলে দাবি প্রশাসনের। বিজনবাড়ির গুরদংয়ে আটকে রয়েছেন ৪০ জন পর্যটক। রাস্তা থেকে ধস সরানোর কাজ চলছে। রাস্তা পরিষ্কার হয়ে গেলেই সেখান থেকে পর্যটকদের নামিয়ে আনা হবে। বিজনবাড়ির বিভিন্ন এলাকায় ৭০ জন পর্যটক আটকে ছিলেন। তাঁরা শিলিগুড়িতে নেমে আসার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)