• মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন হুগলির ৫ পর্যটক
    দৈনিক স্টেটসম্যান | ০৭ অক্টোবর ২০২৫
  • পুজোর ছুটিতে ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল হুগলির পাঁচ বাসিন্দার। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের সকলেই বর্তমানে ছত্তিশগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটে রবিবার বিকালে। মধ্যপ্রদেশের কানহা জাতীয় উদ্যান থেকে ছত্তিশগড়ের বিলাসপুর যাচ্ছিলেন তাঁরা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনির শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা তাঁদের সন্তানদের নিয়ে ছুটি কাটাতে বেরিয়েছিলেন। একটি গাড়িতে করে তাঁরা কানহা উদ্যান ঘুরে ছত্তিশগড়ের দিকে যাচ্ছিলেন। জাতীয় সড়কে চলার সময় হঠাৎই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে চালক-সহ মোট ১০ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, আহতরা আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

    মৃতদের মধ্যে রয়েছেন শ্রীরামপুরের বাসিন্দা ও স্কুলের সহ-শিক্ষিকা মুনমুন বাগ। তাঁর ছেলে ও অন্য যাত্রীরাও দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই মুনমুন দেবীর স্বামী ছত্তিশগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। তিনি জানান, ‘মর্মান্তিক ঘটনা! নিহতদের মধ্যে ডানকুনি স্কুলের শিক্ষিকা যেমন ছিলেন, তেমনই একজন প্রাক্তন শিক্ষিকাও ছিলেন। তিনি বর্তমানে কলকাতার একটি বিদ্যালয়ে কর্মরত।’

    তিনি আরও বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরই আমি স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করেছি। জেলা স্কুল পরিদর্শক (ডিআই) এবং অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন)-এর সঙ্গেও কথা বলেছি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব রকম সহযোগিতা করা হবে।’ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতিতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভি-র উপর আছড়ে পড়ে।

    এই ঘটনায় শোকস্তব্ধ গোটা ডানকুনি ও শ্রীরামপুর। স্কুল ছুটি থাকলেও সোমবার শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অনেকেই স্কুল চত্বরে জড়ো হন সহকর্মীদের এই মর্মান্তিক পরিণতির খবর পেয়ে। স্থানীয় মানুষ ও বিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)