• স্ত্রী বিচ্ছেদের পর নিত্যনতুন নারীসঙ্গ! ডানকুনিতে যুবকের বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধারে রহস্য
    প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৫
  • সুমন করাতি, হুগলি: ফের চাঞ্চল্য ডানকুনিতে। এবার ডানকুনির ১৮ নম্বর ওয়ার্ডে এক যুবকের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে।

    স্থানীয় এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুর মৈসালপাড়ায় বাড়ি শাশ্বত বায়েনের। ওই যুবকের বাড়ি থেকে বছর পঁয়ত্রিশের এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপরে স্থানীয়রাই অ্যাম্বুলেন্স ডাকে। খবর দেওয়া হয় ডানকুনি থানায়। পুলিশ স্থানীয়দের সাহায্যে আহত মহিলাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

    যুবকের প্রতিবেশী এক দম্পতি জানান, স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই প্রায়ই নতুন নতুন মহিলাকে বাড়িতে নিয়ে আসতেন যুবক। গভীর রাতে দুটো-তিনটের সময় বেল বাজাতো। রোজ চিৎকার এবং অশ্রাব্য গালিগালাজে অতিষ্ঠ ছিলেন প্রতিবেশীরা। রবিবার রাত দশটার পর একই রকম কাণ্ড ঘটে বলে জানা গিয়েছে। কিন্তু সেটা বাড়াবাড়ি হওয়ায় প্রতিবেশিরা গিয়ে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন ওই অপরিচিত মহিলা। তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

    স্থানীয় তৃনমূল কাউন্সিলর সূর্য দে খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি বলেন, “শাশ্বত বায়েন এলাকার মানুষকে উত্যক্ত করত এবং মহিলাদের গালিগালাজ করত। ওর জ্বালাতনে অতিষ্ঠ এলাকাবাসী। আমি খবর পেয়ে এসে দেখি ওর ঘরে এক মহিলা মুখ থুবরে পরে আছেন। শ্বাশতকে পুলিশ ধরে নিয়ে যায়। আমি ওর কঠোর শাস্তি দাবী করছি।”

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিজেদের মধ্যে অশান্তি চলাকালীন ওই মহিলার মাথা দেওালে ঠুকে দেওয়ায় তিনি গুরুতর জখম হয়ে থাকতে পারেন। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
  • Link to this news (প্রতিদিন)