বিপদে পাশে সেই ‘রেড ভলান্টিয়ার্স’, ত্রাণ নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছে এসএফআই, প্রদেশ কংগ্রেসও
প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভোটবাক্সে শূন্য নিয়ে তুমুল সমালোচিত সিপিএম। রাজ্য বামফ্রন্টের সাংগঠনিক অবস্থা নিয়ে দলের অন্দরেই প্রবল অসন্তোষ। তবে সেসব কোনওদিনই মাথাব্যথা হয়নি বামেদের তরুণ ব্রিগেডের কাছে। তারা বরাবর বিপদে-আপদে পথে নেমে মানুষের পাশে থেকেছে, মানুষের হয়ে কাজ করেছে। এবারও তার ব্যতিক্রম হল না। দুর্যোগে প্রায় তছনছ হয়ে যাওয়া উত্তরবঙ্গবাসীর সাহায্যে ইতিমধ্যে মাঠে নেমেছেন সেখানকার ‘রেড ভলান্টিয়ার্স’। এবার কলকাতা থেকে ত্রাণ নিয়ে পৌঁছবে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিনিধিদল। মঙ্গলবারই তাঁরা রওনা হবেন।
শনিবার রাতভর টানা বৃষ্টিতে বড়সড় ক্ষতির মুখে পড়েছে গোটা উত্তরবঙ্গ। সিকিম, ভুটান থেকে ধেয়ে আসা বৃষ্টির জলে ফুলেফেঁপে উঠেছে উত্তরবঙ্গের নদীগুলি। নদী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে ভেসে গিয়েছে বহু বাড়িঘর। সর্বস্বান্ত অনেকে। এই পরিস্থিতিতে বিরোধীরা রাজনীতি ভুলে হাত হাত রেখে দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন। সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু লিখিত বার্তা দিয়েছেন, ”এই মূহূর্তে নিরাশ্রয় মানুষের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে, অভুক্ত মানুষের অন্নসংস্থানের বন্দোবস্ত করতে হবে। একাজের জন্য বামফ্রন্টের সব শরিক দলের নেতা ও কর্মীদের কাছে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আবেদন করছি। ইতিমধ্যেই কোথাও কোথাও রেড ভলান্টিয়াররা ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছেন। বামপন্থী দল ও গণসংগঠনগুলির সবার কাছে এই বিপর্যয় মোকাবিলায় আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আবেদন করছি।” এরপরই এসএফআই রাজ্য কমিটির তরফে জানানো হয়েছে, কলকাতা থেকে শুকনো খাবার, পড়াশোনার সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি প্রতিনিধিদল রওনা দেবে উত্তরবঙ্গে।
এদিকে, পাহাড়, ডুয়ার্স-সহ গোটা উত্তরবঙ্গকে বাঁচাতে বনাঞ্চল ধ্বংস করে লাগাতার অবৈজ্ঞানিক নির্মাণ বন্ধের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল এসইউসিআই। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এই চিঠিতে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য উত্তরবঙ্গে বিপর্যস্ত পরিবার পিছু ২০ লক্ষ টাকা করে দেওয়ার দাবি করেছেন। তার সঙ্গে ফসল, বন্যপ্রাণ ও গবাদি পশু এবং নদীবাঁধের ক্ষতিপূরণ-সহ চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চালানোর আবেদন করেছে এসইউসি।
অন্যদিকে, এই বিপর্যয় মোকাবিলায় হাত বাড়িয়েছে প্রদেশ কংগ্রেসও। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ৭ অক্টোবর উত্তরবঙ্গের দুর্যোগ পীড়িত অঞ্চলে পৌঁছবেন। বিমানে বাগডোগরা হয়ে প্রতিনিধিরা দুর্গত এলাকায় যাবেন। দলে শুভঙ্কর সরকার ছাড়াও থাকবেন শ্রী পার্থ ভৌমিক ও শ্রী আশুতোষ চট্টোপাধ্যায়।