দার্জিলিংয়ের ধসবিধ্বস্ত এলাকা ঘুরলেন রাজ্যপাল, কেন্দ্র-রাজ্য একযোগে কাজের বার্তা
প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত দার্জিলিংয়ের একাধিক এলাকা। উত্তরবঙ্গের একাধিক জেলার একাধিক এলাকা জলমগ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ পৌঁছে গিয়েছেন। দুর্যোগপূর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। আগামী কাল মিরিক যাবেন তিনি। এদিকে দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। ধস বিধ্বস্ত দুধিয়া পরিদর্শন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেন, “আমি সকলের সঙ্গে কথা বলেছি। এখন কাউকে দোষারোপ করার সময় নয়। দুর্গতরা যাতে সকলে ত্রাণ পায় সেদিকে নজর রাখতে হবে। আমি দিল্লিকে জানাব। তবে এই সময় কেন্দ্র, রাজ্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”
উত্তরবঙ্গে ভয়ংকর এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় আজ সোমবারই উত্তরবঙ্গ যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুরেই বাগডোগরা বিমানবন্দরে তিনি পৌঁছন। এরপর দার্জিলিংয়ের ধস বিধ্বস্ত দুধিয়া পরিদর্শন করলেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম’। সেখান থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, দুর্গতদের দ্রুত সাহায্য পৌঁছে দিতে খোলা হয়েছে বিশেষ র্যাপিড অ্যাকশন সেলও। রাজভবন সূত্রে খবর, এই সেল ২৪ ঘণ্টা কাজ করবে। যে কোনও প্রয়োজনে কিংবা সাহায্য চেয়ে দুর্গত এলাকা থেকে মানুষ র্যাপিড অ্যাকশন সেলে যোগাযোগ করতে পারবেন। ইতিমধ্যে যোগাযোগের একটি নম্বর এবং ইমেলও রাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। নম্বর এবং ইমেল আইডিটি হল – ০৩৩–২২০০১৬৪১ এবং [email