• ‘সংবিধানের উপর আক্রমণ’, প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা মমতার
    প্রতিদিন | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ বলে মনে করছেন তিনি। ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, জুতো ছোড়ার ঘটনা প্রকাশ্যে আসার পর প্রধান বিচারপতিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও।

    এদিন দুপুরেই উত্তরবঙ্গের বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে দার্জিলিং পৌঁছেছেন। বেশ কিছু এলাকা ঘুরে দেখেন তিনি। আগামী কাল, মঙ্গলবার তিনি মিরিকে যাবেন। আজ তিনি উত্তরবঙ্গেই আছেন। সোমবার প্রধান বিচারপতিকে নিগ্রহের ঘটনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে ঘটনার নিন্দা জানিয়ে তিনি লেখেন, “আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের উপর হামলার নিন্দা জানাই। এটি অত্যন্ত জঘন্য কাজ। এটি কার্যত ভারতের সংবিধানের উপর আক্রমণ।” তিনি আরও লেখেন, “আমি ব্যক্তিগতভাবে বিচারপতি গাভাইকে সম্মান করি।” বন্যা কবলিত উত্তরবঙ্গের আছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি প্রধান বিচারপতির পাশে থাকার বার্তা দিয়েছেন
  • Link to this news (প্রতিদিন)