• প্রথমবার সরাসরি ভোটের ময়দানে পিকে! ভোট ঘোষণার দিনেই বড় চমক
    এই সময় | ০৭ অক্টোবর ২০২৫
  • সোমবার বিহারের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৬ ও ১১ নভেম্বর দুই দফায় হবে ভোটগ্রহণ, গণনা হবে ১৪ নভেম্বর। আর একই দিনে বড় ঘোষণা করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এ দিন তিনি জানিয়েছেন, ৯ অক্টোবর তাঁর দলের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। আর সেই তালিকায় থাকবে তাঁর নামও। অর্থাৎ, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে নিজেও প্রার্থী হচ্ছেন পিকে।

    প্রশান্ত কিশোর জানান, জন সুরাজ পার্টির প্রার্থীতালিকায় অনেক ‘চমক’ থাকবে। তবে তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই বিষয়টিও আপাতত গোপন রেখেছেন তিনি। তিনি বলেছেন, ‘৯ অক্টোবরই আপনারা তা জানতে পারবেন।’

    তাঁর দলের জয়ের সম্ভাবনা প্রসঙ্গে প্রথম থেকেই আশাবাদী প্রশান্ত কিশোর। কিন্তু কোন অঙ্কে এতটা আশাবাদী হচ্ছেন তিনি? এ দিন পিকে দাবি করেছেন, বিগত নির্বাচনে বিহারের দুই প্রধান জোট সম্মিলিত ভাবে ৭২ শতাংশ ভোট পেয়েছিল। বাকি ২৮ শতাংশ ভোটারের সমর্থন পাবে জন সুরাজ পার্টি। তাঁর আরও দাবি, NDA এবং মহাগটবন্ধনের ১০ শতাংশ করে ভোট কাটবে তাঁর দল। ফলে সব মিলিয়ে জন সুরজ পার্টি বিহারে মোট ভোটের ৪৮ শতাংশ পেতে পারে।

    একইসঙ্গে, তিনি JDU সুপ্রিমো নীতীশ কুমারকে আক্রমণ করে বলেছেন, ‘পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, এটাই নীতীশ কুমারের শেষ নির্বাচন। পরের মকর সংক্রান্তি তিনি আর মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে উদযাপন করতে পারবেন না।’ পিকের আরও দাবি, এই নির্বাচন বিহারে একটি নতুন অধ্যায় লিখবে। অভিবাসন ও বেকারত্বের বিরুদ্ধে এবং তাঁদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোট দেবেন বিহারের মানুষ।

  • Link to this news (এই সময়)