• মহেশতলায় গাড়ির শোরুমে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
    এই সময় | ০৭ অক্টোবর ২০২৫
  • লক্ষ্মীপুজোর সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় একটি গাড়ির শোরুমে আগুন লেগে গেল। মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডে বজবজ ট্রাং রোডের উপরে মরিস গ্যারাজ নামে একটি গাড়ির সার্ভিস সেন্টার তথা শোরুমে ভয়াবহ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত ৯টা বেজে ৪৫ মিনিট নাগাদ ওই শোরুমে আগুন দেখতে পেয়েছিলেন তাঁরা।

    সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আসে পুলিশের বড় বাহিনীও। আগুন লাগার খবর পেয়ে প্রচুর সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন ঘটনাস্থলে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। দমকলের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি বলেই জানা গিয়েছে।

    কী ভাবে লাগল আগুন? এখনও তা স্পষ্ট নয়। তবে বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঠিক কয়টি গাড়ির ক্ষতি হয়েছে, তা সঠিক ভাবে জানা যায়নি। তবে উৎসবের মরশুমে এই সেলস এন্ড সার্ভিস সেন্টারে অনেক নতুন গাড়ি এসেছিল বলে অনুমান করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)