• গোপনে দেশে এসে গোয়ায় ছিলেন! ইজরায়েলি নাগরিককে সুপ্রীম কোর্টের তিরস্কার, "আপনার সন্তান গুহায় ছিল, আপনি কোথায় ছিলেন?"...
    আজকাল | ০৭ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের গোকর্ণে পাহাড়ের গুহায় দুই মেয়েকে নিয়ে বসবাস করছিলেন এক রুশ যুবতী। সেই ঘটনায় নিজেকে ওই দুই শিশুর বাবা বলে দাবি করলেও, সোমবার সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়েন ইজরায়েলি নাগরিক ড্রর শ্লোমো গোল্ডস্টেইন। বিচারপতি সুর্যকান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, "আপনার পরিচয় কী? আপনি কে? আপনি কি প্রমাণ দিতে পারবেন, ওই শিশুরা আপনারই সন্তান?" পাশে বসে থাকা বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, "যখন আপনার সন্তান গুহায় বসবাস করছিল, তখন আপনি কী করছিলেন?"

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে। কর্ণাটকের রামতীর্থ পাহাড়ের এক গুহা থেকে উদ্ধার হন রুশ নাগরিক নিনা কুটিনা এবং তাঁর দুই মেয়ে। জানা যায়, প্রায় দুই মাস তাঁরা ওই গুহায় বসবাস করছিলেন। এমনকী ভারতে আইনসম্মত ভাবে থাকার ক্ষেত্রে তাঁদের হাতে কোনও বৈধ কাগজপত্র ছিল না। পরে রাশিয়ার কনস্যুলেট তাঁদের জন্য জরুরি ভ্রমণ নথি জোগাড় করে দেয়। ঠিক সেই সময়েই কর্ণাটক হাই কোর্টে একটি আবেদনের মাধ্যমে হাজির হন ইজরায়েলি নাগরিক ড্রর গোল্ডস্টেইন। তিনি জানান, ওই দুই শিশু তাঁর মেয়ে। তিনি চেয়েছিলেন, কেন্দ্রীয় সরকার যেন তাঁদের তৎক্ষণাৎ দেশে ফেরত না পাঠায়।

    কিন্তু কর্ণাটক হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। আদালত জানায়, নিনা কুটিনা নিজেই রুশ কনস্যুলেটকে জানিয়েছেন, তিনি দ্রুত দেশে ফিরতে চান। আদালতের পর্যবেক্ষণ, গোল্ডস্টেইন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি- কেন তাঁর সন্তানদের গুহায় থাকতে হল।

    সেই রায়ের বিরুদ্ধেই সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন গোল্ডস্টেইন। কিন্তু বিচারপতিরা একে 'পাবলিসিটি লিটিগেশন' বলে কটাক্ষ করেন। বিচারপতি বাগচীর সওয়াল, "গুহায় যখন আপনার সন্তান থাকছিল, তখন আপনি কোথায় ছিলেন?" বিচারপতি সুর্যকান্ত আরও এক ধাপ এগিয়ে বলেন, "আপনি তো গোয়ায় ছিলেন! এ দেশে এলেন কী ভাবে? আপনার ডিপোর্টেশন (নির্বাসন) নির্দেশ না-দিয়েই বা থাকি কীকরে?"

    খবর মারফত, শেষ পর্যন্ত নিজেই আবেদন প্রত্যাহার করে নেন গোল্ডস্টেইন। আদালত তবু তীক্ষ্ণ মন্তব্য করতে ছাড়েনি। বিচারপতি সুর্যকান্ত বলেন, " আমাদের দেশ এখন যেন এক স্বর্গ। যে কেউ এসে থাকতে পারে।" 
  • Link to this news (আজকাল)