বিদ (মহারাষ্ট্র): গত ৯ মাসে ৪২ যমজ শিশুর জন্ম হয়েছে মহারাষ্ট্রের বিদ জেলার সরকারি হাসপাতালে। যা নিয়ে খুশিতে ভাসছে জেলা স্বাস্থ্যবিভাগ। একসময় মহারাষ্ট্রের এই জেলায় যমজ শিশুর জন্ম নেওয়া ছিল বিরল ঘটনা। কিন্তু হঠাত্ই বদলে গিয়েছে ছবিটা। চিকিত্সকদের মতে, আইভিএফ সহ বিভিন্ন উন্নত প্রযুক্তির ব্যবহার, পারিবারিক ইতিহাসের মতো বিভিন্ন কারণে যমজ শিশুর জন্মের হার বেড়েছে। নবজাতক যমজদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বিভিন্ন জটিলতা দেখা দেয়। সেই সমস্যা মেটাতে বিদ সিভিল হাসপাতালে আধুনিক পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আরএমও এল আর তান্ডালে। তিনি বলেন, ‘গত ৯ মাসে আমাদের এখানে ৪২ যমজ শিশু জন্ম নিয়েছে। নবজাতকদের যত্ন নেওয়ার জন্য নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট সব সময় তৈরি রয়েছে।’