নয়াদিল্লি: সিনিয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক মেডিকেল পড়ুয়া। ১৮ বছরের ওই ছাত্রীর অভিযোগ, বন্ধুত্ব পাতানোর কথা বলে তাঁকে হোটেলে ডাকা হয়। সেখানে মাদক মেশানো খাবার খাওয়ানো হয়। এরফলে তিনি জ্ঞান হারান। ওই অবস্থাতেই তাঁকে ধর্ষণ করে ২০ বছরের ওই সিনিয়র ছাত্র। দিল্লির অভিজাত রোহিনী এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, আদতে হরিয়ানার ঝিন্দের বাসিন্দা ওই ছাত্রী আদর্শ নগরে বাবাসাহেব আম্বেদকর মেডিকেল কলেজের হস্টেলের আবাসিক। গত ৯ সেপ্টেম্বরের এই ঘটনায় সম্প্রতি থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।
নির্যাতিতা জানিয়েছেন, অভিযুক্ত তাঁকে ‘হোটেল অ্যাপল’-এ ডাকেন। সেখানে তাঁকে মাদক মেশানো খাবার খাওয়ানো হয়। অজ্ঞান অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয়। সেই ঘটনার ভিডিও রেকর্ড করে রাখে দুষ্কৃতীতে। অপকর্মের কথা কাউকে জানালে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ারও হুমকি দেয় অভিযুক্ত। তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার পরেই গাঢাকা দিয়েছে অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।