• ভোট ঘোষণার আগেই তড়িঘড়ি পাটনা মেট্রোর উদ্বোধন করলেন নীতীশ
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • পাটনা: সোমবারই বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হল। তার আগে এদিনই তড়িঘড়ি পাটনা মেট্রোরেল প্রকল্পের একাংশের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আপাতত মেট্রোর ৩.৪৫ কিলোমিটার অংশে শুরু হল পরিষেবা। এই অংশে রয়েছে তিনটি স্টেশন-পাটলিপুত্র বাস টার্মিনাল, জিরো মাইল ও ভূতনাথ।সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা মিলবে। ২০ মিনিট অন্তর ট্রেন চলবে। পাশাপাশি আরও ছ’টি ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের শিলান্যাস করেন নীতীশ। উল্লেখ্য, বিহারে ভোটের বিভিন্ন সমীক্ষায় বিরোধী আরজেডি শিবিরকেই এগিয়ে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে জনমোহিনী প্রকল্পের মাধ্যমে হাওয়া ঘোরানোর মরিয়া চেষ্টায় বিজেপি ও নীতীশের জেডিইউ জোট। এবার ভোট ঘোষণার ঠিক আগে নীতীশ মেট্রো প্রকল্পের উদ্বোধনকে সেই প্রচেষ্টারই অঙ্গ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

    এরইমধ্যে রবিবার নীতীশের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীর একটি ভিডিও পোস্ট করেন লালু-পুত্র। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে টানা হাতজোড় করে বসে থাকতে দেখা  গিয়েছে নীতীশকে। পাশে অন্য এক নেতা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছেন। এই ভিডিও শেয়ার করে তেজস্বী লিখেছেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন করুণ অবস্থা দেখতে ভালো লাগে? উনি কি মানসিকভাবে সুস্থ?’ এখানেই থামেননি আরজেডি নেতা। মুখ্যমন্ত্রীর এহেন আচরণ নিয়ে তাঁর বক্তব্য, ‘এটা কি তাহলে ষড়যন্ত্র? মুখ্যমন্ত্রীর দল তো বিজেপির তুরুপের তাস। তাহলে কী ওরা ইচ্ছে করে মুখ্যমন্ত্রীকে কিছু খাইয়ে রেখেছে? বিহারবাসীর কি সেটা জানার অধিকার নেই?’
  • Link to this news (বর্তমান)