নয়াদিল্লি: সোনাম ওয়াংচুকের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং তাঁর মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমো। সোমবার সেই মামলার শুনানিতে কেন্দ্র ও লাদাখ প্রশাসনকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। সেখানে সোনামের গ্রেফতারির কারণ জানতে চাওয়া হয়েছে। তবে, এখনই জেল মুক্তি হচ্ছে না সোনামের। এদিন বিচারপতি অরবিন্দ কুমার এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ কোনও রায় দেয়নি। আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানিতে বিষয়টা নিষ্পত্তি হতে পারে।
লাদাখে গত ২৬ সেপ্টেম্বর গ্রেফতার হন সোনাম। জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। বর্তমানে রাজস্থানের যোধপুরের জেলে রয়েছেন বাস্তবের র্যাঞ্চো। তবে এই ইস্যুতে নতুন করে উত্তাল হয় লাদাখ। পরিস্থিতি শান্ত করতে জেল থেকে বিশেষ বার্তাও পাঠান সোনাম। এদিকে, তাঁর স্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সোনামের গ্রেফতারি অসাংবিধানিক ও তাঁর মুক্তির জন্য আবেদন জানান গীতাঞ্জলি। অভিযোগ ছিল, সোনামকে গ্রেফতারির কারণ ব্যাখ্যা করা হয়নি। সোমবার এই অভিযোগ শোনার পর কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে গ্রেফতারির কারণ জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে সোনামের স্ত্রী বলেন, ‘শীঘ্রই জেলে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করব। দেশের সংবিধান এবং আইনের উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের।’
এদিকে, লাদাখের পরিস্থিতি আপাতত শান্ত। প্রশাসনের দাবি, পুনরায় চালু হয়েছে স্কুল, অফিস, বাজার। সোমবার লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা প্রশাসনিক বৈঠক সারেন। এলাকায় শান্তি ফেরাতে প্রশাসনকে তৎপর হওয়া নির্দেশ দিয়েছেন তিনি। লে অ্যাপেক্স বডির (এলএবি) দাবি, লাদাখের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও সময় লাগবে। -ফাইল চিত্র