‘পাকিস্তান জিন্দাবাদ’ পোস্ট শেয়ার করা দেশদ্রোহিতা নয়, বলল এলাহাবাদ হাইকোর্ট
বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
প্রয়াগরাজ: সমাজমাধ্যমে পাকিস্তানপন্থী পোস্ট শেয়ার করার অভিযোগে দেশদ্রোহিতার মামলা করা যায় না। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। অভিযুক্তকে জামিনও দিয়েছে আদালত। জানা গিয়েছে, সাজিদ খান নামের ওই ব্যক্তি ‘কামরান ভাট্টি, তোমার জন্য গর্বিত। পাকিস্তান জিন্দাবাদ’ লেখা একটি পোস্ট শেয়ার করেন। এরপরেই ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারায় (ভারতের সার্বভৌমতাকে বিপন্ন করার অভিযোগ) তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই অভিযোগে গত ১৩ মে থেকে তিনি জেলবন্দি ছিলেন।
মামলার শুনানিতে বিচারপতি সন্তোষ রাইয়ের পর্যবেক্ষণ, ‘এই ধরনের পোস্ট জনগণের মধ্যে রাগ বা বৈর উসকে দিতে পারে। এই পরিস্থিতি ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ ধারায় ( শত্রুতা উসকে দেওয়া) শাস্তিযোগ্য অপরাধ। তবে এই ঘটনা ১৫২ ধারার মতো কঠোর আইনের আওতায় পড়ে না।’
অভিযুক্তের আইনজীবীর দাবি ছিল, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজিদকে ফাঁসানো হয়েছে। সে কোনও ভিডিও বা লেখা পোস্ট করেনি। তিনি শুধু পোস্টটি শেয়ার করেছেন। অভিযুক্তের অপরাধের সঙ্গে যুক্ত থাকার কোনও পুরোনো রেকর্ড নেই। জামিনে মুক্ত হলে কোনও প্রমাণ লোপাট করার সম্ভাবনাও নেই।’ পাল্টা সরকারপক্ষের আইনজীবী দাবি করেন, সাজিদ বিচ্ছিন্নতাবাদের সঙ্গে যুক্ত।