• নেপালের বৃষ্টিতে বিহারের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • পাটনা: নেপালে প্রবল বৃষ্টির জেরে উত্তর বিহারের একাধিক জেলা বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে। কোশি, কমলা, সরিসওয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এর মধ্যে সরিসওয়া নদীর অবস্থা সবচেয়ে ভয়াবহ। রক্সৌল, রামগরওয়া, সুগৌলি, সেমরা ও মোতিহারির বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বহু বাড়ির ক্ষতি হয়েছে। প্রশাসন সূত্রে খবর, সুপৌল জেলার অন্তত ১০০টি গ্রাম নদীর জলে ভাসছে। ওই জেলার নদী তীরবর্তী সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

    শনিবার নেপালের বিভিন্ন এলাকাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। যার জেরে নদীগুলিতে জলস্তর হঠাত্ই বেড়েছে। শনিবার রাতের দিকে কোশির বাঁধ থেকে  ৫ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়। সেই জলই সুপৌল, আরারিয়া ও কিষানগঞ্জের নানা জায়গায় ঢুকে যায়। সোমবার বিহারের ৩২টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়। মঙ্গলবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। 
  • Link to this news (বর্তমান)