• ‘ব্রাহ্মণরাই জ্ঞানের আলো জ্বালিয়েছে’, দিল্লির মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার মন্তব্যে সরগরম রাজধানীর রাজনীতি।  রবিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ব্রাহ্মণরাই আমাদের সমাজে জ্ঞানের আলো জ্বালিয়েছেন। তাই যে কোনও সরকারের এই শ্রেণির কল্যাণে কাজ করা উচিত।’ তাঁর এই মন্তব্যে প্রবল বিতর্ক দানা বেঁধেছে।  রেখার বক্তব্য অসংবেদনশীল ও মানুষের ভাবাবেগের পক্ষে অবমাননাকর বলে তোপ দেগেছে বিরোধীরা। 

    মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ইস্যুতে দিল্লির পূর্বতন শাসক আম আদমি পার্টি (আপ)কে তুলোধোনা করেছেন রেখা। সম্প্রতি ছট পুজোকে সামনে রেখে প্রাক্তন আপ সরকারের গাফিলতির কথা তুলে ধরেন তিনি। পালটা জবাব দেয় আপ নেতারা। এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যে ব্রাহ্মণদের সম্পর্কে মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন রেখা। জানা গিয়েছে, রবিবার দিল্লির পিতামপুরায় এক সর্বভারতীয় ব্রাহ্মণ সম্মেলনে রেখা বলেন, ‘সমাজে যদি কেউ জ্ঞানের শিখা প্রজ্বলিত করে, তবে তা হল ব্রাহ্মণ সম্প্রদায়। তাঁরা কেবল ধর্মগ্রন্থই নয়, অস্ত্রেরও পুজো করেন। এই অস্ত্র এবং ধর্মগ্রন্থের মাধ্যমেই আমরা সমাজ ও দেশকে রক্ষা করতে পারি।’ তিনি আরও বলেন, ব্রাহ্মণরা সবসময় সমাজের কল্যাণের জন্য কাজ করে আসছে। তাই যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তাদের উচিত ব্রাহ্মণদের কল্যাণে কাজ করা। এরপরই পূর্বতন আপ সরকারকে নিশানা করে রেখা বলেন, গত ২৭ বছর দিল্লির বদল হয়েছে অত্যন্ত ধীর গতিতে। সমাজের উন্নতিতে সব সম্প্রদায়কে এক হওয়ার আহ্বানও জানান তিনি। যদিও ব্রাহ্মণদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ‘অসংবেদনশীল’ বলে সমালোচনা করেছে আপ। দলের নেতা সঞ্জীব ঝা-র কথায়, ‘আমি স্তম্ভিত। এই ধরনের মন্তব্য মানুষের ভাবাবেগে আঘাত করে।’
  • Link to this news (বর্তমান)