বিমান ভাড়া প্রায় চার গুণ! ভলভো বাসের টিকিটের দাম বাঁধল দপ্তর
বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দুর্যোগের পর পরিস্থিতি সামান্য বদলাতেই পর্যটকেরা দ্রুত বাড়ি ফিরতে চাইছেন। তবে, বিমান এবং ভলভো বাসের ভাড়া আকাশ ছুঁয়েছে বলে অভিযোগ। সাধারণত বাগডোগরা থেকে কলকাতা যাওয়ার যে ভাড়া থাকে, তার থেকে প্রায় চার গুণ বেশি দিতে হচ্ছে বলে দাবি অনেক পর্যটকের।
সফর কাটছাঁট করে দ্রুত পাহাড় থেকে নীচে নেমে আসার চেষ্টা করছেন অনেক পর্যটক। ট্রেনের টিকিটও বাতিল করতে বাধ্য হয়েছেন অনেকে। এখন তাঁরা বিমান বা বিলাসবহুল বাসে ফেরার পরিকল্পনা করার পর টিকিট কাটতে গিয়ে মাথায় হাত পড়েছে। জানা গিয়েছে, বাগডোগরা থেকে কলকাতা যাওয়ার জন্য বছরের অন্যান্য সময় টিকিটের মূল্য থাকে চার থেকে ছয় হাজার টাকা। বর্তমানে সেটা প্রায় ১৮ হাজার টাকা ছুঁয়েছে। বাগডোগরা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দিল্লি ঘুরে কলকাতাগামী বিমানের ভাড়া প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা হয়ে গিয়েছে। ফলে অনেকেই বিমান ছেড়ে ভলভো বাসের দিকে ঝুঁকলে সেখানেও টিকিটের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। এক্ষেত্রে জেলা পরিবহণ দপ্তর কড়া পদক্ষেপ নিয়েছে। ভলভো এসি বাসের টিকিটের মূল্য ২৫০০ থেকে ২৮০০ টাকার বেশি নেওয়া যাবে না বলে জানানোর পর ভলভো বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে এদিন বিকেল থেকে ভাড়া ২৫০০ টাকা বেঁধে দেওয়া হয়। কেউ খাবার বা অন্য সুবিধা নিলে তাঁকে অতিরিক্ত টাকা দিতে হবে।
এদিনের বিকেলের ফ্লাইটে সরাসরি কলকাতা ফেরার জন্য টিকিট কাটার চেষ্টা করছিলেন অমিত বিশ্বাস। তিনি দেখেন, বাগডোগরা থেকে কলকাতার সরাসরি ফ্লাইটের ভাড়া প্রায় ১৮ হাজার টাকা। দিল্লি হয়ে গেলে সেটা আবার অনেক ক্ষেত্রে ৩০ হাজার ছুঁয়েছে। পর্যটন দপ্তরের ইকো ট্যুরিজম বিভাগের তরফে রাজ বসু বলেন, বাসের ভাড়া বেঁধে দিয়েছে পরিবহণ দপ্তর। বিমানের ক্ষেত্রেও চেষ্টা চালানো হয়েছে।