• জেসিবি এনেই উদ্ধার করা হল জলদাপাড়ার পর্যটকদের
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্প ছাড়াও রবিবারের ভয়াবহ প্লাবনে জলদাপাড়া জাতীয় উদ্যান ও গোরুমারা অভয়ারণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, রবিবার রাতের মধ্যেই তিনটি জঙ্গল থেকে জল নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতি আর বাড়েনি। 

    • জলদাপাড়া জাতীয় উদ্যান

    দুর্যোগে তোর্সা নদী দিয়ে ভেসে যায় তিনটি গণ্ডার। এর মধ্যেই দু’টি সাঁতরে ডাঙায় উঠে আলিপুরদুয়ারের লোকালয়ে আশ্রয় নিয়েছে। একটি গণ্ডার কোচবিহারের লোকালয়ে আছে। শিসামারা, তোর্সা, হলং ও বুড়ি তোর্সার জলে প্লাবিত হয় ভুটানের ডলোমাইট মিশ্রিত পলিতে ঢাকা পড়েছে জলদাপাড়ার তৃণভূমি। জলের তোড়ে জলদাপাড়ার ভিতরে ভেঙে গিয়েছে তিনটি কাঠের সেতু। হাতি ও কার সাফারির প্রচুর রুট ক্ষতিগ্রস্ত। ভিতরে কয়েকটি ট্যুরিস্ট স্পটেরও খারাপ অবস্থা। সেজন্য হাতি ও কার সাফারি বন্ধ রাখা হয়েছে। জঙ্গলে ঢুকতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। তাঁরা বিভিন্ন হোমস্টে, লজ ও রিসর্টে নিরাপদেই আছেন। রবিবার জলদাপাড়া ট্যুরিস্ট লজ থেকে কিছু পর্যটককে কুনকি হাতি দিয়ে উদ্ধার করা হয়। সোমবার জেসিবি দিয়েও কয়েকজন পর্যটককে উদ্ধার করা হয়েছে। বনদপ্তর জানিয়েছে, জঙ্গলের ভিতরে ঢুকে সরেজমিনে সবকিছু খতিয়ে দেখার পর ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে। 

    • বক্সা ব্যাঘ্র প্রকল্প

    বক্সার জঙ্গলে অবশ্য তেমন ক্ষয়ক্ষতি হয়নি। রাজাভাতখাওয়া, জয়ন্তী, বক্সা ফোর্ট ও রায়মাটাং সহ বক্সার পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকরা দিব্যি চলাফেরা করছেন। তবে, জলের স্রোতে জঙ্গলের ভিতরে সাফারি রুটগুলির ক্ষতি হওয়ায় কার সাফারি বন্ধ। সোমবার থেকে বক্সার জঙ্গলে ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু হয়েছে।

    • গোরুমারা অভয়ারণ্য

    জলঢাকা ও মুর্তি নদীর ঘোলা জল ঢুকে গেলে রামশাই ও মেদলা হয়ে দু’টি গণ্ডার জলঢাকায় ভেসে যায়। একটি গণ্ডার সাঁতরে ডাঙায় উঠে গেলেও অন্যটি মারা যায়। তবে, গোরুমারা থেকে প্রচুর হরিণ ভেসে ময়নাগুড়ি ও ধূপগুড়ি ব্লকের লোকালয়ে চলে যায়। কয়েকটি হরিণ গৃহস্থের বাড়িতে ঢুকে গিয়েছিল। প্লাবনে গোরুমারার মেদলা পর্যটন কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয়েছে। মেদলা, যাত্রাপ্রসাদ ও চাপড়ামারি নজরমিনার ক্ষতিগ্রস্ত। প্লাবনে জঙ্গলের ভিতরে রুট ভেঙে যাওয়ায় সেখানে কার সাফারি বন্ধ রাখা হয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)