সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্যোগের পরে সোমবার জলদাপাড়ায় এলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। বনমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য বনপাল দেবল রায়, রাজ্যের বন্যপ্রাণ শাখার উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি ও জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান। ছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলালও। এদিন পরিদর্শনে এসে জলদাপাড়া জঙ্গলের ভিতরে সব জায়গায় যেতে পারেননি বনমন্ত্রী। ভিতরে সামান্য কিছু জায়গা ঘুরে দেখেন। পরে জলদাপাড়া ট্যুরিস্ট লজ যাওয়ার রাস্তায় হলং নদীর উপর ভেঙে যাওয়া কাঠের সেতুর কাছে দাঁড়িয়ে বনমন্ত্রী বলেন, আমি জলদাপাড়ায় এসেছি আমার দপ্তরের পরিবারের সদস্য ও বন্যপ্রাণীরা এখানে কেমন আছে, তা দেখতে। এখানে বন্যপ্রাণীরা ভালো আছে। এই দুর্যোগে গোরুমারা ও জলদাপাড়ায় দু’টি গন্ডারের মৃত্যু হয়েছে।
বিপর্যয় নিয়ে বনমন্ত্রী বলেন, এই জল কোথা থেকে এসেছে আপনারা সবাই তা দেখেছেন। এই বিপর্যয় আর যাতে না হয় তার জন্য কেন্দ্রের উচিত এনিয়ে ভুটানের সঙ্গে কথা বলা। জঙ্গলের ভিতরে সবকিছু খতিয়ে দেখার পর জলদাপাড়ার পরিস্থিতি বোঝা যাবে। আশা করছি, জলদাপাড়া দ্রুত ছন্দে ফিরবে। এদিন নাগরাকাটায় বিজেপি এমপির আক্রান্ত হওয়ার ঘটনায় তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। এটা না ঘটলেই ভালো হতো। সবাই রাজনীতি করুন। কিন্তু এধরনের ঘটনা কাম্য নয়।