• সিউড়ির রাস্তায় কোনও নিয়ম মানছে না টোটো
    বর্তমান | ০৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: পুরসভার নজরদারিতে ভাটা পড়তেই ফের একবার সিউড়ি শহরের রাস্তায় টোটোর দৌরাত্ম্য বাড়তে শুরু করেছে। অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করে অনেক সময় টোটো চলাচল করছে। এছাড়াও বেশকিছু ক্ষেত্রে কিউআর কোডবিহীন টোটোও শহরের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে। তার জেরে নতুন করে শহরের মূল রাস্তায় আবারও যানজট সমস্যা দেখা দিচ্ছে। পুজোর কেনাকাটার মরশুমে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে টোটো চালকদের একাংশই পুরসভার ভূমিকায় প্রশ্ন তুলছেন। চালকদের একাংশের দাবি, পুরসভার তরফে নিয়মিত অভিযান চালানো হলে কেউ নিয়ম ভাঙার সাহস করত না। 

    পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, প্রশাসনিক কিছু কর্মসূচির বাস্তবায়ন নিয়ে ব্যস্ততার জেরে কিছুদিন অভিযান চালানো সম্ভব হয়নি। তবে বিষয়টি আমাদের নজরে আছে। পুলিস ও প্রশাসনের সহযোগিতায় আবারও শহরজুড়ে অভিযান চালানো হবে। শহরকে যানজট মুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।

    একাধিক সময় প্রতিকূলতার সম্মুখীন হতে হলেও শেষ পর্যন্ত সিউড়ি পুরসভা কর্তৃপক্ষ টোটোর দৌরাত্ম্যে রাশ টানতে সমর্থ হয়। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুরসভার তরফে টোটোতে কিউআর কোড লাগানো হয়। এরপর দিনে আট ঘণ্টা সময় বেঁধে দিয়ে জোড় ও বিজোড় পদ্ধতিতে টোটো চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পুরসভার তরফে জারি করা নয়া নিয়মে বর্তমানে শহরের রাস্তায় টোটো চলাচল করছে। এক্ষেত্রে দিনের নির্দিষ্ট সময়ে কমবেশি দেড় হাজার টোটো চলাচল করছে। ফলে কিছুটা হলেও যানজট কমে। যদিও টোটো চালকদের একাংশের নিয়ম ভাঙার খেলার জেরে নতুন করে যানজট সমস্যা দেখা দিতে শুরু করেছে। ঘটনায় পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। 

    টোটোচালক শেখ নুর ইসলাম বলেন, আমরা নিয়ম মেনে চলাচল করছি। তবে মাঝেমধ্যেই বেশকিছু টোটোচালক নিয়ম ভেঙে রাস্তায় নামছে। অনেক ক্ষেত্রে কিউআর কোডবিহীন টোটোও শহরের রাস্তায় চলতে দেখা যাচ্ছে। এতে আখেরে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি পুরসভার দেখা উচিত। শহর টোটো ইউনিয়নের সভাপতি রাজিবুল ইসলাম বলেন, পুরসভার তরফে নিয়মিত অভিযান চালানো হয়। প্রশাসন পদক্ষেপ নেবে।
  • Link to this news (বর্তমান)